263090

ভোর রাতে গ্রিল ভেঙে পত্রিকা কার্যালয়ে চুরি

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মগবাজার এলাকায় “দৈনিক জবাবদিহি” পত্রিকার কার্যালয়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সম্পাদকের আলমিরার ড্রয়ার, সিন্দুক ও টেবিল ড্রয়ারসহ রিপোর্টার এবং অন্যান্ন বিভাগের ড্রয়ারে ব্যাপক ভাংচুর চালিয়েছে।

মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে ৮২ আউটার সারকুলার রোড বড় মগবাজার তৃতীয় তলায় এঘটনা ঘটে। এসময় অফিসে থাকা টাকা, বিদেশি মুদ্রা ও মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। খবর পেয়ে রমনা থানা পুলিশ, ডিবি ও সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান জানান, সিসি ক্যামারার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে ভোর ৪টা ২২ মিনিটে এক দুর্বৃত্ত ভবনের তৃতীয় তলার গ্রিল ভেঙে প্রথমে রিপোর্টিং রুমে প্রবেশ করে। প্রায় ঘণ্টাব্যপী যুগ্ম-সম্পাদকের ড্রয়ারসহ রিপোর্টিং বিভাগের সব রিপোর্টারের ড্রয়ার ভেঙে তল্লাশি চালায়। এরপর সম্পাদকের রুমে প্রবেশ করে আলমিরার তালা ভেঙে ড্রয়ার খুলে নগদ টাকা, বিদেশি মুদ্রা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। তিনি নিজেও সেখানে যান। সেখানে সম্পাদক, রিপোর্টার, মেকআপরুমসহ বিভিন্ন রুমে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। ওই দুর্বৃত্তের মুখমন্ডল দেখে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে ডিবিসহ সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.