263124

এডিট বাটন যুক্ত করা হচ্ছে টুইটারে

ডেস্ক রিপোর্ট : টুইটার ব্যবহারকারীরা টুইটারের বিভিন্ন ফিচার নিয়ে ছিল অসন্তোষ। এদের মধ্যে অন্যতম হচ্ছে পোস্ট এডিট অপশন। কিন্তু এবার এডিট বাটন যুক্ত হচ্ছে টুইটের সঙ্গে। তবে এর জন্য বাড়তি টাকা গুণতে হবে। টেকশহর ডটকম

ব্যবহারকারীকে কোনো টুইট মুছতে হলে থার্ড পার্টি সিস্টেম ব্রিজলিতে সাবস্ক্রাইব করতে হবে। এর পাশাপাশি থাকবে টুইট আনডু, রিডু ও স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার অপশন। এর জন্য নির্দিষ্ট পরিমাণ টাকাও দিতে হবে। টেকজুম ডটকম

একজন টুইটার ব্যবহারকারীকে মাসিক ৬ ডলার এবং বছরে ৬০ ডলার খরচ করতে হবে এই ফিচারগুলোর ব্যবহারে।

সূত্র : দৈনিক অধিকার

পাঠকের মতামত

Comments are closed.