263237

করোনা আতঙ্কে বাংলাদেশ জাতীয় দলের ফুটবল কোচ ও তার সহকারী ঢাকা ছাড়লেন

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস আতঙ্কে জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে আগেই ঢাকা ছেড়েছেন। চলে গেছেন তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসও। বাংলাদেশ না ছেড়ে উপায়ও নেই। ঘরোয়া ফুটবলের সঙ্গে যে জাতীয় দলের সব কার্যক্রম বন্ধ।

ইংল্যান্ডে ফিরে গেলেও ডে ও ওয়াটকিসের ভাবনায় ঠিকই আছে বাংলাদেশ। করোনা ভাইরাসে কঠিন সময় পার করছে বিশ্ব। ডের জন্মস্থান ইংল্যান্ডের অবস্থাও ভালো নয়। নিজ দেশের মানুষ তো আছেই, একই সঙ্গে কর্মস্থল বাংলাদেশের মানুষদের নিয়েও চিন্তায় ডে ও ওয়াটকিস।

শুক্রবার ডের সঙ্গে ওয়াটকিস যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এই কঠিন সময়ে আমাদের সমর্থকদের কিছু বলতে চাই। সামনের মাসগুলো আমাদের জন্য কঠিন পরীক্ষার। জাতি হিসেবে এই সময়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দয়া করে পরিচ্ছন্নতা মেনে নিরাপদ ও সুস্থ থাকুন।

এই ভাইরাস ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ নিন এবং যারা দুর্বল তাদের রক্ষায় সহায়তা করুন।’ করোনার হাত থেকে একে অন্যকে বাঁচানোর তাগিদও এসেছে তাদের বার্তায়, ‘বাংলাদেশের মানুষ সময়ের প্রয়োজনে একসঙ্গে প্রার্থনা করে এবং কাজ করে। এখন আমাদের ভিন্নভাবে একসঙ্গে কাজ করতে হবে, একে অন্যকে বাঁচাতে হবে।

এই গুরুত্বপূর্ণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই দেশের (বাংলাদেশ) মানুষরা আত্মশৃঙ্খল এবং এবার অন্য কারণে এটা করতে হবে। আপনারা পারবেন, আমাদের বিশ্বাস।’ ডে-ওয়াটকিস আবারও ফুটবলে ফেরার অপেক্ষায় আছেন, ‘এখন জাতীয় দলের খেলা বন্ধ, কিন্তু যখন মাঠে ফেরার জন্য প্রস্তুত হবো তখন গর্বের সঙ্গে আবারও আমাদের দলকে এগিয়ে নেবো। আপনারা সবাই শক্ত থাকুন। আমাদের প্রার্থনায় বাংলাদেশিরাও আছেন।’

পাঠকের মতামত

Comments are closed.