263220

আমাকে করোনাভাইরাস ধরলে আমি নির্ঘাত মরব, বললেন তসলিমা নাসরিন

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে সারা বিশ্বেই। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে সবাই। বৈশ্বিক এই মহামারি নিয়ে শংকিত ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও।

তসলিমার শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত হলে কী করবেন, জানিয়েছেন তিনি। গতকাল শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন এই লেখিকা।

‘আমাকে করোনাভাইরাস ধরলে আমি নির্ঘাত মরব। কারণ আমার বয়স বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যখন আমার উপসর্গ শুরু হবে, কেউ আমাকে দেখতে আসবে না। সম্পূর্ণ একা তখন আমি। কী করব তখন? প্রিয় রবীন্দ্রসংগীতগুলো শুনতে থাকব। একসময় মরে যাব। আমার মৃতদেহ দূরে কোথাও নিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আমি যে দিল্লির এইমস আর নিউইয়র্কের ল্যাংগনে মৃতদেহ দান করেছি, কোনো লাভ হবে না, ভাইরাসে মৃত্যু হলে ওরা দেহ নেয় না। পৃথিবীটা হঠাৎ করে কীরকম ভয়াবহ হয়ে উঠেছে। এই পৃথিবীকে আমি চিনি না।’

প্রসঙ্গত, সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১৩ হাজার ৬৯ জন। এর মধ্যে শুধু ইতালিতেই মারা গেছেন ৪ হাজার ৮২৫ জন।

এ ছাড়া বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৪৬৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৮২৮ জন।

আমাকে করোনাভাইরাস ধরলে আমি নির্ঘাত মরবো। কারণ আমার বয়স বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যখন আমার উপসর্গ শুরু হবে, কেউ…

Posted by Taslima Nasrin on Saturday, 21 March 2020

পাঠকের মতামত

Comments are closed.