263218

মালয়েশিয়ায় করোনা মোকাবেলায় হাজির হলো নারিকেল কবিরাজ

ডেস্ক রিপোর্ট : মালেশিয়ার নারিকেল কবিরাজ, তিনি প্রথমে সবার নজরে আসে 2014 সালে যখন মালয়েশিয়ার একটি বিমান হারিয়ে যায়। মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া গামি একটি বিমান 2014 সালে নিখোঁজ হয়ে যায় অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইউরোপ-আমেরিকা বিভিন্ন দেশের আধুনিক যন্ত্রপাতি দিয়ে বিমানটির আজ পর্যন্ত ছয় বছর হয়ে গেল এখনও কোন হদিস পায়নি । কিন্তু মালয়েশিয়ার এই নারিকেল কবিরাজ ওরূপে রাজা বমও নামে পরিচিত এই অদ্ভুত ব্যক্তিটি সংবাদ মাধ্যমে ব্যাপক অদ্ভুত খবর নিয়ে সবার নজর কেড়েছেন।

তিনি দুই হাতে দুটি নারকেল নিয়ে তন্ত্র মন্ত্র পড়ে বলে দেন যে মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি সমুদ্রের নিচে রয়েছে, কিন্তু সমুদ্রের নিচে বা উপরে এতো আধুনিক যন্ত্রপাতি দিয়ে জঙ্গলে কোথাও মালয়েশিয়ার এই বিমানটি খুঁজে পাইনি। তারপরে 2017 সালে যখন মালয়েশিয়ার সাথে উত্তর কোরিয়ার খারাপ অবস্থা ছিল প্রায় টানাটানি অবস্থা তখন রাজাবম ওরফে

নারিকেল কবিরাজ তিনি নারিকেল দিয়ে এটম বোমা বানিয়ে আবার সবার নজরে আসেন তিনি বলেন তিনি এই নারিকেল এটম বোমা উত্তর কোরিয়ায় ব্লাস্ট করবেন। তারপর আবার যখন 2018 সালে মালয়েশিয়ায় সংসদ জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয় তখন নারিকেল কবিরাজ নারিকেল দিয়ে আবার ভবিষ্যৎবাণী করে দেন কে হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কোন দল বিজয়ী হবে তার এই সকল অদ্ভুত খবরগুলি মালয়েশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করা হয় মূলত তাকে হাসির পাএ হিসেবে দেখা হয়।

বর্তমানে গতকাল আবার সে নারিকেল নিয়ে গবেষণা করে নারিকেল দিয়ে তন্ত্র মন্ত্র পড়ে আবার নতুন করে সে সবার নজরে সংবাদমাধ্যমে এসেছে সে এবার করো না ভাইরাসের প্রতিকার করোনা ভাইরাসের ওষুধ নিয়ে এসেছে সে ভবিষ্যদ্বাণী করে দিয়েছে মালয়েশিয়ায় করোনাভাইরাস সেরে যাবে অতি শীঘ্রই এবং সারা বিশ্বের করোনা ভাইরাস সেরে যাবে তার এই সকল কর্মকাণ্ডের কারণে অবশ্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল 2018 সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে দিয়ে তাকে আবার ছেড়ে দেয়। মূলত এ নারিকেল কবিরাজকে মালয়েশিয়ায় সবাই একজন জোকার হিসেবে ছিনে।

পাঠকের মতামত

Comments are closed.