263270

আখাউড়া থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারশেল উদ্ধার

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাটি খুঁড়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

রোববার উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আবদুল্লাহপুর পূর্বপাড়া (ধলেশ্বর) গ্রাম থেকে ওই মর্টারশেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার সীমান্তবর্তী আবদুল্লাহপুর পূর্বপাড়া (ধলেশ্বর) গ্রামের বাসিন্দা রিপন চৌধুরী রোববার তার বাড়ির পূর্বদিকে ড্রেনের জন্য মাটিকাটার কাজ করছিলেন।

এ সময় মাটির নিচ থেকে বড় আকারের একটি মর্টারশেল বেরিয়ে আসে।

স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সন্ধ্যায় শেলটিকে নিজেদের হেফাজতে নেয়।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, এটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সেই সময় শেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে মাটির গর্তে নিরাপদ স্থানে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসের বোমা বিস্ফোরক দলকে খবর দেয়া হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.