172076

স্কার্ফে দেখায় স্টাইলিশ

শীতে স্কার্ফ মাফলার কেবল ঠান্ডার হাত থেকে বাঁচায় না, উল্টে স্টাইলিশ লুক দেওয়ার জন্যও এটা সাহায্যকারী। বদলে জাওয়া ফ্যাশনেও স্কার্ফ মহিলাদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। আর যদি বিষয়টি কলেজ জাওয়ার হয় তাহলে তো আর কথাই নেই। অফিসে ক্যাজুয়ান দেখানোর জন্য বা কোনো মিটিংয়ে যোগ দেওয়ার জন্য স্কার্ফ প্রায় সব ড্রেসের সঙ্গেই ফিট হয়ে যায়।

-আপনি স্কার্ফকে শুধু টুইস্ট করে নিজের গলায় মুড়ে পরতে পারেন। স্কার্ফটিকে এলের মত করে বিপরীত দিকে ঘোরান। এবার একটি গাঁট বাঁধুন। এই লুকটি আপনাকে আরও স্টাইলিশ দেখাবে।

-যদি আপনি চান তো এটাকে সামান্য একটি ওর্নার মতোও ব্যবহার করতে পারেন। এরজন্য শুধু স্কার্ফকে নিজের গলায় ফেলে দিন। এরপর কিছুটা ট্যুইস্ট করে ঘুরিয়ে নিন। এবং ওই ঘোরানো অংশটিকে গলায় ফেলে দিন।

-আলাদা লুকের জন্য টাইয়ের মত নোট বেঁধে স্কার্ফের ব্যবহার করতে পারেন। শুধু নজর রাখতে হবে এটাই যে আপনার গলার কাছে বেশী শক্ত যেন না হয়ে যায়। তাহলে আপনার অসুবিধা হতে পারে।

-স্কার্ফের দুটি দিক নিজের হাতে রাখুন। এরপর দ্বিতীয় সাইয়ে লুপে ফেলুন। এরপর এটাকে গলার পাশে হোল্ড করে শেষ পর্যন্ত ছেড়ে দিন। সবথেকে সহজ পদ্ধতি এটিই।

-গ্ল্যামার লুকের জন্য কালারফুল স্কার্ফ নিয়ে নিজের মাথার চারদিকে ভালো করে বেঁধে নিন। এটা আপনার ভালো অ্যাক্সেসারিজেরও কাজ করবে।

পাঠকের মতামত

Comments are closed.