276273

মহাকাশের সবচেয়ে নিকটবর্তী শহর লা রিনকোনাডাতে মানুষ কেন বসবাস করে? জানলে আপনি অবাক হবেন

লা রিনকোনাডা, মহাকাশের সবচেয়ে নিকটে শহর। আন্দিস পর্বতমালার কোলে অবস্থিত এই শহরটিই বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে লা রিনকোনাডা শহরের উচ্চতা ১৬,৭৩২ ফুট অথবা ৫,১০০ মিটার! সমগ্র শহরটাই যেন মেঘের ওপর ভাসছে।

আন্দিজ পর্বতমালা লাতিন আমেরিকা অথবা দক্ষিণ আমেরিকা মহাদেশের একদম জবাব থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। উত্তরে ভেনিজুয়েলা থেকে আরম্ভ হয়ে ইতি হয়েছে একদম আর্জেন্টিনা-চিলির দক্ষিণ সীমান্তে গিয়ে। পর্বতমালার যে অংশটুকু পেরুর ভাগে পড়েছে, তার একদম ইতি প্রান্তে লা রিনকোনাডার অবস্থান। পেরু-বলিভিয়া সীমান্তের একদম কাছেই এই শহর। এটাই বিশ্বের সর্বোচ্চ শহর। মানে সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতাই সবচেয়ে বেশি, প্রায় পাঁচ হাজার ১০০ মিটার।

এই লা রিনকোনাডায় মানব বছরজুড়েই বাস করে। কাগজে-কলমে ওটাকে শহরও বলা হয়। কিন্তু আদতে ওখানে শহরের কোনো সুযোগ-সুবিধার বালাই নেই। তার পরও মানব ওখানে গিয়ে বাস করে, তার কারণ—সোনার খনি। সোনার লোভে প্রায় প্রতিবছরই পেরুর বিচিত্র অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে মানব আসে এখানে। চোখে-মুখে কপাল বদলে নেওয়ার স্বপ্ন এঁকে আনে।

(বিস্তারিত নিচের ভিডিওতে)

পাঠকের মতামত

Comments are closed.