172135

দুটি উপাদানের মাধ্যমেই পেতে পারেন নরম গোলাপী ঠোঁট

শীতকালে রুক্ষ শুষ্ক ত্বক আর তার সঙ্গে ফাটা ঠোঁটের সমস্যায় জর্জরিত প্রায় সকলেই। শুধু তাই নয় ঠোঁট রুক্ষ হওয়ার পাশাপাশি কালো ছেপ পড়ে গেলে তা সহজে যেতে চায় না। অনেক সময় কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করেও ফল পাওয়া যায় না। তবে খুব সহজ পদ্ধতিতে মাত্র দুটি ঘরোয়া উপাদানের সাহায্যে নরম গোলাপী ঠোঁট পাওয়া মোটেও অসম্ভব নয়। বিট এবং জিলেটিন দিয়ে তৈরি পিল অফ মাস্কটি ঠোঁটের মৃত কোষকে দূর করে, এবং সূর্য রশ্মি থেকে ত্বকের ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে ঠোঁটের ডার্ক পিগমেন্টেশন গুলি হালকা করে নরম গোলাপী ঠোঁট পেতে সাহায্য করে। ঠোঁটের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে দেয়।

জেনে নিন কিভাবে বানাবেন…

উপকরণ:
একটি বিট, এক চা চামচ জিলেটিন

পদ্ধতি:
বিট কুরিয়ে নিয়ে একটি পরিস্কার কাপড়ে রেখে রসটা ছেঁকে নিন। এরপর একচামচ জিলেটিন ওই রসে গুলে মাইক্রোওয়েভে ২০ সেকেন্ড গরম করে নিলেই তৈরি প্যাকটি।

ব্যবহার বিধি:
ইয়ার বার্ডস বার তুলোর সাহায্যে ভালো করে ঠোঁটে লাগিয়ে নিন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ঠোঁটে লাগিয়ে রেখে দিন। পুরোপুরি শুকিয়ে গেলে খুব সাবধানে আসতে আসতে ঠোঁট থেকে তুলে ফেলুন এবং অবশ্যই লিপবাম লাগিয়ে ফেলুন। বেশ কিছুদিন ব্যবহার করলেই তফা]ৎ বুঝতে পারবেন।

পাঠকের মতামত

Comments are closed.