173230

এবার বিদ্যুৎ জোগাবে চাঁদ

আগামী ১৩ বছরের মধ্যেই সূর্যের মতো শক্তি যোগাবে চাঁদ। এমন খবর জানিয়েছেন বিজ্ঞানিরা। কারণ, বিজ্ঞানিরা এখন হাতে পেয়েছে চাঁদ। শক্তি যোগানের বিকল্প পথের সন্ধান পেয়েছেন তারা। ১৩ বছর পর থেকে একটি দেশের যাবতীয় শক্তির যোগান দেয়ার ক্ষমতা থাকবে চাঁদের।
ইসরো সূত্রে জানা যায়, গবেষণার কাজ ঠিকভাবে হলে ২০৩০ সালের মধ্যেই সূর্য শক্তির বিকল্প উৎস হয়ে উঠতে পারে চাঁদ। গত শনিবার অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে ইসরোর গবেষক শিবথানু পিল্লাই জানিয়েছেন, চাঁদে রয়েছে প্রচুর পরিমাণ হিলিয়াম-৩। যা পৃথিবীতে থাকা হিলিয়াম-৩-এর থেকে কয়েক হাজার গুণ বেশি।

শক্তির উৎস হিসেবে সেই হিলিয়াম-৩ যদি কাজে লাগানো যায়, তবে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তাতে পুরো পৃথিবীর চাহিদার যোগান দেওয়া যাবে। চাঁদ থেকে শক্তির উৎস খোঁজার এই গবেষণা শুধু ইসরো-ই করছে না। শিবথানু আরো জানান, বিশ্বের আরও কয়েকটি দেশ এ ধরনের গবেষণা চালাচ্ছে। তবে সেই হিলিয়ামকে কাজে লাগানো পন্থা কি হবে সে বিষয়ে এখনো কিছু বলেননি তিনি।

সূত্র- আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.