173340

দোকানে গিয়ে প্রিন্ট আউট করানোর দিন শেষ, এবার চলে এল পকেট প্রিন্টার

বাজারে এল পোর্টেবল রোবোটিক পকেট প্রিন্টার। এবার আপনার হাতের এক ক্লিকেই নিয়ে নিতে পারবেন প্রিন্ট আউট।

শুধু মোবাইল ফোনই নয়, যে কোনও ডিভাইস থেকেই আপনি প্রিন্ট বের করতে পারবেন। পাতার মাপ নিয়েও ঝঞ্ঝাট নেই। প্রিন্টারটি যেহেতু পাতার উপর রাখতে হয়, ফলে যে কোনও মাপের পাতাতেই প্রিন্ট নেওয়া যায়।
তা ছাড়া আকারে একদমই ছোট হওয়ায়, সঙ্গে করে বয়ে নিয়ে যেতেও সমস্যা হবে না। দাম ২৫০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৭৫০ টাকা।
দেখুন কী ভাবে কাজ করে এই পকেট প্রিন্টার

পাঠকের মতামত

Comments are closed.