173485

ত্বকে কালো দাগ নিয়ে চিন্তিত? এক নিমিশেই দূর করুন কালো দাগ

অকারণেই অনেকের মুখে বা ত্বকে কেমন কালো কালো দাগ হয়ে থাকে । কারো আবার সমস্ত মুখটাই দিন দিন কালচে হয়ে যেতে থাকে। তবে গলায় কালো দাগ হওয়া তো খুবই কমন একটি সমস্যা। চিন্তা করবেন না কেননা এবার এই কালো দাগ সম্পূর্ণ দূর হয়ে যাবে আপনার জীবন থেকে। জেনে নিন কয়েকটি অসাধারণ উপায়, যেগুলো অবলম্বন করতে মোটেও বাড়তি কোন খরচ নেই। এই কৌশলগুলো আপনার মুখ ও গলার যে কোন রকম বিচ্ছিরি কালো দাগ এক নিমিশেই দূর করে দেবে ।

তবে যাদের সম্পূর্ণ মুখটাই কালচে হয়ে গিয়েছে আর গলায় বিচ্ছিরি কালচে দাগ, তাঁদের জন্য অল্প খরচে এই ফেসমাস্কটি ভালো কাজে আসবে। আর এজন্য প্রয়োজন মাত্র ৪টি উপাদান।

উপাদান যা যা লাগবে:-
ভালো কোয়ালিটি চন্দনের গুঁড়ো,
গ্লিসারিন,
গোলাপ জল,
এবং লেবুর রস।

যেভাবে প্রস্তুত করবেন:-
প্রথমে চন্দন গুঁড়ার সাথে বাকি ৩টি উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করুন ।
এই পেস্ট মুখে , গলায়, হাতে মেখে রাখুন ২০ মিনিট অথবা শুকিয়ে যাওয়া পর্যন্ত।
এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
সপ্তাহে ৩ দিন এই পদ্ধতি অবলম্বন করুন। ১ সপ্তাহের মধ্যেই ফলাফল দেখতে পাবেন।

কালো দাগের জন্য-
ব্রণ হোক বা যে কারণেই হোক, অনেকের মুখেই ছোপ ছোপ কালো দাগ দেখা যায়। এইগুলো দূর করার জন্য ওপরের ফেসমাস্কটি ব্যবহার করতে পারেন তবে এই পদ্ধতি তার থেকে আরও অনেক বেশী কার্যকর। এবং এজন্য প্রয়োজন মাত্র ২টি উপাদান।

সেগুলো হল:
পেঁয়াজের রস
রসুনের রস

যেভাবে প্রস্তুত করবেন:
সমান সমান পরিমাণ পেঁয়াজ ও রসুনের রস মিশিয়ে নিন।
এরপর আঙ্গুল দিয়ে কালো দাগ গুলোতে লাগান।
১৫ মিনিট পর্যন্ত রাখুন।
গন্ধ সম্পূর্ণরূপে চলে না যাওয়া পর্যন্ত পানি দিয়ে ধুতে থাকুন।
এটা প্রতিদিনই ব্যবহার করতে পারেন। তবে সপ্তাহে কমপক্ষে ৩ বার ব্যবহার করলে ভাল ফল পাবেন।

পাঠকের মতামত

Comments are closed.