173838

চুলের সৌন্দর্য রক্ষায় এই ৭ টি নিয়ম

সৌন্দর্য রক্ষার রাস্তায় চুলকে উপেক্ষা করা একেবারেই সম্ভব নয়। তাই এর খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কীভাবে রাখবেন চুলের খেয়াল? সহজ কিছু পদ্ধতি রয়েছে, যা প্রতিদিন মেনে চললে চুলের সৌন্দর্য নিয়ে আর ভাবতে হবে না।

জেনে নিন-

১. চুলের জট কমাতে:
এর পর থেকে যখনই শ্যাম্পু করবেন, তখনই চুল ধোয়ার পর টাওয়াল বা গামছা দিয়ে চুল মুছবেন না। পরিবর্তে, একটা পরিষ্কার গেঞ্জি দিয়ে চুলটা মুছবেন। এমনটা করলে চুল পড়া ঠেমন কমবে, তেমনি সৌন্দর্যও বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এই পদ্ধতিটি মেনে চললে চুলের জট পড়াও কমবে।

২. খুশকি কমাতে:
এমন রোগে ভুগলে একটা লেবু নিয়ে স্কাল্পে ভাল করে লাগিয়ে ফেলুন। কিচুক্ষণ রেখে চুলটা ভাল করে ধুয়ে ফেলুন। এই ঘরোয় পদ্ধতিটি খুশকি কমাতে দারুন কাজে আসে।

৩. তৈলাক্ত চুল:
তেলতেল চুলের কারণে সৌন্দর্য় কমছে? চিন্তা নেই! ঘুম তেকে উঠে অল্প করে বেবি পাউডার চুলের গোড়ায় লাগালেই দেখবেন সমস্যা কমতে শুরু করে দিয়েছে।

৪. শুষ্ক চুলের সমস্য়ায়:
শ্যাম্পু করার পর কয়েক ড্রপ আরগন তেল চুলে লাগান। এমনটা করলে চুল তার প্রয়োজনীয় আদ্রতা ফিরে পায়, ফলে শুষ্কতা কমে। প্রসঙ্গত, চুল ভেজা থাকাকালীন আরগন তেলটা লাগালে বেশি কাজে দেবে।

৫. শুতে যাওয়ার আগে চুল আঁচড়াবেন:
চুল ভাল রাখতে এই নিয়মটা মেনে চলতেই হবে। কারণ শুতে যাওয়ার আগে ভাল করে চুল না আঁচড়ালে চুলের গোড়া ফেটে যেতে শুরু করে। সেই সঙ্গে বেড়ে যায় চুল পরাও।

৬. সিরাম ব্য়বহার জরুরি:
ব্লোয়ার ব্যবহারের আগে মনে করে চুলে সিরাম লাগিয়ে নেবেন। এমনটা করলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমবে, তেমনি চুলের স্বাস্থ্য ভাল হবে। প্রসঙ্গত, চুলে সিরাম লাগিয়ে যদি ব্লোয়ার ব্য়বহার করেন, তাহলে চুলের যাই স্টাইল করবেন না কেন, তা অনেকক্ষণ পর্যন্ত একই রকম থেকে যাবে।

৭. শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগাবেন:
অনেকেই চুলে শ্য়াম্পু লাগানোর পর কন্ডিশনার লাগান না। ফলে হেয়ার ফলিকিউলগুলি ক্ষতিগ্রস্থ হয়। আর এমটা হতে শুরু করলে চুলের সৌন্দর্যও কমতে শুরু করে।

পাঠকের মতামত

Comments are closed.