175120

বিশ্ব নিদ্রা দিবসের একটি সমিক্ষায় দেখা গেল কোন দেশ কত ঘুমায়

প্রত্যেকবছর মার্চের দ্বিতীয় শুক্রবার পালিত হয় বিশ্ব নিদ্রা দিবস। তা সেই বিশ্ব নিদ্রা দিবসের প্রাক্কালে গবেষকদের সমীক্ষায় যে তথ্য উঠে এল, তা দেখে বুঝতে পারবেন, ভারতীয়রা কত কম ঘুমোয়। এই বিষয়ের উপর যে দেশগুলোর উপর সমীক্ষা চালানো হয়েছিল, তাতে একেবারে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয়রা। যে কোম্পানিটি এই সমীক্ষা করেছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী কোন দেশের মানুষরা গড়ে কত ঘণ্টা প্রতিদিন ঘুমোন, তার হিসেব দেওয়া হল।

১) জাপান, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৩৫ ঘণ্টা।
২) ভারত, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৫৫ ঘণ্টা।
৩) সিঙ্গাপুর, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৫৬ ঘণ্টা।
৪) তাইওয়ান, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৫৬ ঘণ্টা।
৫) কোরিয়া, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৫৬ ঘণ্টা।
৬) হংকং, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৬১ ঘণ্টা।
৭) কলম্বিয়া, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৭৫ ঘণ্টা।
৮) মেক্সিকো, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৭৬ ঘণ্টা।
৯) চিলি, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৮০ ঘণ্টা।
১০) স্পেন, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৯১ ঘণ্টা।
১১) ইতালি, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৯৪ ঘণ্টা।
১২) আমেরিকা, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৬.৯৯ ঘণ্টা।
১৩) কানাডা, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৭.০৫ ঘণ্টা।
১৪) জার্মানি, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৭.০৭ ঘণ্টা।
১৫) ফ্রান্স, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৭.০৮ ঘণ্টা।
১৬) অস্ট্রেলিয়া, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৭.১৫ ঘণ্টা।
১৭) ইংল্যান্ড, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৭.১৬ ঘণ্টা।
১৮) নিউজিল্যান্ড, মানুষ প্রতিদিন গড়ে ঘুমোয় ৭.২৫ ঘণ্টা।

পাঠকের মতামত

Comments are closed.