175560

হয়ে উঠুন লেগিংসে ফ্যাশনিস্তা!

বেশ কয়েক বছর ধরে লেগিংস ফ‌্যাশনে ইন। আরামদায়ক হওয়ার কারনে কলেজ ছাত্রী হোক অথবা অফিস ওয়ার্কার প্রত্যেকের ওয়ার্ডরোবেই স্ব-মহিমায় বিরাজমান বিভিন্ন রং ও মেটেরিয়ালের লেগিংস।

এখানে রইল লেগিংস দিয়ে ফ্যাশনিস্তা হওয়ার দশ রকমের হদিশ

– একই রকম ভাবে শাড়ি পরতে পরতে ক্লান্ত? তো এবারে শাড়ির সাথে সায়ার বদলে শাড়ির রঙের সাথে মিলিয়ে লেগিংসের সাথে ধুতির স্টাইলে শাড়ি পরুন।
– গরম হোক বা শীত মিনি স্কার্টের সাথে লেগিংসের মেলবন্ধনের কোন তুলনা নেই।
– পার্টিতেও লেগিংস চাই? এবার তাহলে সাহস করে সুতির লেগিংসের পরিবর্তে পরেই ফেলুন লেদারের লেগিংস।
– এই সিজনে হাই স্লিটস ম্যাক্সি টপ ফ্যাশনে ভীষণ ভাবে ইন। হাই স্লিটস ম্যাক্সি টপের সঙ্গে টাই আপ করুন মানানসই লেগিংস, রাতের পার্টিতে নজর থাকবে আপনার দিকে।
– সোয়েটশার্টগুলো শুধুমাত্র জিমের জন্য তুলে না রেখে দিনের বেলা বন্ধুদের সাথে হ্যাংআউটে লেগিংসের সাথে পরুন।
– স্লিপ-আপ ড্রেসের সাথে টিম-আপ করুন লেগিংসের, গ্রীষ্মের দুপুরের জন্য একদম আদর্শ।
– আপনি যদি মাইক্রো-মিনি ড্রেসে স্বাচ্ছন্দ না হন তাহলে তা টাই-আপ করুন লেগিংসের সাথে, সঙ্গে পরুন শ্রাগ অথবা লেদার জ্যাকেট।
– শীতে প্লে-স্যুটের সাথে ব্যালেন্সড্ লুক পেতে গেলে অবশ্যই লেগিংস পরুন।
– হাই স্লিটস লঙ স্কার্টের সঙ্গেও দারুন মানাবে প্রিন্টেড অথবা প্যাটার্নড লেগিংস।
– পুরোদস্তুর রিপড ডেনিম অনেক সময় দেখতে খারাপ লাগে, কোনো ফাঙ্কি কালারের লেগিংসের উপর ডেনিম পরে এক্সপেরিমেন্ট করতেই পারেন।

পাঠকের মতামত

Comments are closed.