176627

বাংলার মেয়ের হাত ধরে আবারও বিশ্বজয় ভারতের

ঝাড়খণ্ডের মেয়ে নিশা সিংহ কর্মসূত্রে বহু বছর ধরে কলকাতায় রয়েছেন। এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত থাকায় দীর্ঘ সময় তিনি বাংলার তাঁতিদের সঙ্গে কাজ করেছেন। তখন থেকেই তাঁর উৎসাহ তৈরি হয় ভারতীয় ফ্যাব্রিক নিয়ে। তাই আরও ভালভাবে ফ্যাশনের খুঁটিনাটি জানার জন্যে তিনি কলকাতার আইএনআইএফডি’তে ভর্তিও হয়েছিলেন। কোর্সে একটি বিশেষ প্রোগ্রাম ছিল লন্ডনের একটি শর্ট কোর্স। সেই সূত্রেই তাঁর লন্ডন যাওয়া। সেখানে থাকাকালীন এক প্রতিযোগিতার কথা জানতে পারেন, যেখানে জিতলে লন্ডন ফ্যাশন উইকের একটি বিশেষ ক্যাটাগরিতে তাঁর ডিজাইন দেখানোর সুযোগ পাবেন। ভারতীয় পড়ুয়াদের মধ্যে অনেকেই সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে বিজয়ী হন নিশাই।

শহরে সম্প্রতি সেই কালেকশনের স্পেশ্যাল প্রিভিউ করলেন নিশা। জানালেন, পুরোটাই এখনও তাঁর কাছে স্বপ্নের মতো।

তিনি জানালেন ‘‘ওখানে পড়ুয়াদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। নিয়ম-কানুন অনেক আলগা। সকলে এক্সপেরিমেন্ট করতে আরও বেশি উৎসাহ দেন। আমার কালেকশন ওখানে অনেক ক্রেতারই খুব পছন্দ হয়েছিল। অনেকে কিনতেও চেয়েছিলেন। কিন্তু আমার কাছে সে সময় অত অর্ডার নেওয়ার মতো র-মেটিরিয়াল ছিল না। তাই এখন দেশে ফিরে তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি,’’ বললেন নিশা।

ভবিষ্যতে ল্যাকমে ফ্যাশন উইকে অংশ নিতে চান। তবে কলকাতা ছেড়ে অন্য জায়গায় যাবেন না। এখান থেকেই বিদেশি ক্রেতাদের জন্যে পোশাক তৈরি করতে চান। আর উইভিংয়ের নতুন টেকনিক নিয়েও এক্সপেরিমেন্ট করতে চান। কী করে কাঠ বা অন্য রকম মেটিরিয়াল দিয়ে পোশাক বানানো যায়, তা নিয়ে রীতিমতো গবেষণা করছেন তিনি।

বিদেশি মার্কেটটা কীভাবে ধরা যায়? নিশা বললেন, ‘‘খুব বেশি এমব্রয়ডারি বা একসঙ্গে অনেক রকম রং বিদেশিরা অপছন্দ করেন। উজ্জ্বল রং পছন্দ করেন। কিন্তু একই কালার ফ্যামিলির শেড ব্যবহার করলে বেশি চোখে পড়ে তাঁদের।’’

বলিউডের তারকাদের তাঁর ডিজাইনে দেখতে চান নিশা। আপাতত আরও ফ্যাশন উইকে অংশ নেওয়ার চেষ্টা করছেন।

সুত্র: ‘ওবেলা’

পাঠকের মতামত

Comments are closed.