177246

সুন্দর ঝকঝকে মুখের জন্য টিপস-২

গাজী খায়রুল আলম:

১। কমলালেবুর খোসা টুকরো টুকরো করে ছিঁড়ে শুকিয়ে নিন রোদে। তারপর সেটা গুঁড়ো করে নিন। ঐ খোসা চূর্ণ করে এক চামচ নিয়ে তাতে বেসন গুঁড়ো, হলুদ গুঁড়ো, এক চামচ দুধ ও এক চামচ লেবুর রস মেশান। সারা মুখে, গলায় ঘাড়ে ঐ মিশ্রণ লাগান। ত্বকে উজ্জ্বলতা আসবে।

২। আলুর নাকি ব্লিচ করার ক্ষমতা দারুণ। আধখানা আলু বেটে সারা মুখে আলতো হাতে ঘষে নিন। তারপর মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন, ঝকঝক করবে।

৩। মুকের স্বাভাবিক সৌন্দরয ধরে রাখতে হলে চিরঞ্জী দুধের সঙ্গে বেটে, তাতে একটু চন্দনচূর্ণ এবং দুগ্ধচূর্ণ মিশিয়ে মুখে লাগান।

৪। মুখে ব্রণ হলে সব থেকে ভাল ওষধ চন্দন। যেখানে ব্রণ হয়েছে সেখানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। চন্দন এ্যান্টিসেপটিক। ব্রণ তাড়াতাড়ি শুকিয়ে যায় দাগও চলে যায়।

৫। ব্রণ কমে গেলে দাগ থেকে যায অনেক সময়। তখন আধ চামচ শসার রস, আধ চামচ মধু আর কিছুটা ডিমের সাদা অংশ একসঙ্গে  মিশিয়ে দাগের ওপর লাগালে ভাল ফলাফল পাবেন।

পাঠকের মতামত

Comments are closed.