178639

জেনে নিন পৃথিবীর বিখ্যাত ফ্যাশন হাউসগুলির মধ্যে অন্যতম‘ভিক্টোরিয়া’জ সিক্রেটস’এর সিক্রেট

ফ্যাশন বিশেষজ্ঞ হ্যানা আলমাসি জানিয়েছেন‘ভিক্টোরিয়া’জ সিক্রেটস’এর মালকিন , ভিক্টোরিয়া বেকহ্যাম কী করে তার ডিজাইনিং সেট করেন।

মোনোটোন সেপারেট্‌স
হ্যানা আলমাসির মতে,টপ আর স্কার্ট ফ্যাব্রিকস ম্যাচ করেই বাজিমাত করেন ‘ভিক্টোরিয়া’জ সিক্রেটস’এর মালকিন। কায়দা করে ড্রপ্ড ওয়েস্টস কিংবা হরাইজন্টাল স্ট্রাইপ্‌সও পরতে হয় বইকী! খেয়াল করলেই বুঝবেন, ভিক্টোরিয়া এই কম্বিনেশনেই চলেন। এটা ভাঙেন না।

ক্লেভার স্টাইলিং
ভিক্টোরিয়া বেকহ্যাম এমন একজন ফ্যাশন ডিজাইনার, যিনি প্রথম থেকেই মিনিম্যালিস্টিক। এত মিনিম্যালিস্টিক হওয়া সত্ত্বেও তিনি ঝকঝকে এবং পারফেক্ট। রহস্য নিশ্চয়ই আছে এই রেসিপির! সোমবারই ৪৩’এ পা দিলেন ভিক্টোরিয়া। চার সন্তানের দায়িত্ব সামলেও যিনি কাজটা দিব্যি সামলে নিচ্ছেন। গ্ল্যামারের কোনও কমতি নেই। কীভাবে? ‘ক্লেভার’ স্টাইলিংয়ের দৌলতে।

লুক এলিগ্যান্ট
লক্ষ্য করলেই বুঝতে পারবেন, ভিক্টোরিয়া কিন্তু পেয়ার্ড পোশাক পরেন। তবে এটা নিশ্চিত করেন, যে রং থেকে শুরু করে ফ্যাব্রিক পর্যন্ত সব যেন ম্যাচিং হয়। যার ফলে তাঁকে সব সময়ই লম্বা মনে হয়। ট্রিম্‌ড তো বটেই! একটা সময় ঝকমকে পোশাক পরতেই দেখা যেত তাঁকে। যখন তিনি ডেভিড বেকহ্যামের গার্লফ্রেন্ড। তারপর তো বিয়েও হল দু’জনের। তবে বিয়ের পরও যে তাঁকে এই এলিগ্যান্ট লুক’এ দেখা গিয়েছে, তা নয়। ধীরে ধীরে এই জায়গাটা তৈরি করেছেন দুঁদে ফ্যাশন ডিজাইনার। মিনিম্যাল বিষয়গুলোই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছে।

ফ্লেয়ার্ড এবং পেয়ার্ড
পেয়ার্ড ব্যাক সেপারেট্স, সাধারণত ভেস্ট স্টাইল টপ্‌স এবং ফ্লেয়ার্ড ট্রাউজার্স পরাটাই ভিক্টোরিয়ার বৈশিষ্ট্য। তবে ওই যে, ম্যাচিং হতে হবে। না হলে কোনও লাভ নেই। ক্লাসিক লিটল ব্ল্যাক ড্রেস, শিক নেভি ব্লেজার্স এবং সিগারেট প্যান্টস খুব পছন্দ করেন বিশ্বের অন্যতম সেরা এই ডিজাইনার। যার ফলে ভিক্টোরিয়াকে স্লিম দেখায়।

পপ-স্টার ওয়ারড্রোব
কিছুদিন আগেই ভিক্টোরিয়া জানিয়েছিলেন, স্বামী ডেভিড বেকহ্যাম তাঁকে পপ-স্টার জমানার ওয়ারড্রোবে দেখতে চেয়ে আবদার করেছেন। শুধু তাই নয়, ডেভিড নাকি তাঁকে এল্ফের সঙ্গে তুলনা করেছিলেন একবার। ভিক্টোরিয়াকে দেখে মেয়ে হার্পারের স্কুলের নাটকে অভিনয় করা এক কাল্পনিক পরির মতো মনে হয়েছিল তাঁর। পরেননি কেন স্বামীর মনের মতো পোশাক? ‘‘পাগল নাকি! আসলে আমি যেগুলো পরি, সেগুলো ওর মাথার উপর দিয়ে যায়! কী আর করা যাবে,’’ বলেছিলেন ভিক্টোরিয়া। ভাগ্যিস পরেননি! তবে শুধু স্বামীই নন, ছেলে ক্রুজও তাঁকে ফ্যাশনের পরামর্শ দিয়ে থাকে।

পাঠকের মতামত

Comments are closed.