179425

চশমা পড়েই হয়ে উঠুন মোহময়ী

যারা চশমা পড়েন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিজের নাম বদলে কবে যেন ‘চশমিশ’ হয়ে যায়। এর সমাধানে লেন্স সাময়িকভাবে সাথ দিলেও আজীবনের ভরসা কিন্তু সেই চশমা্-ই।
যার কারনে বিসর্জন দিতে হয় মোহময়ী চোখের যাদুতে মাত দেওয়ার স্বপ্ন।

যদিও ইদানিং কালে বিভিন্ন শেপ, ডিজাইনের চশমার আলাদা একটা স্টাইল কোশেন্ট রয়েছে। তবুও চোখের মেকআপ এবং সৌন্দর্য চশমার আড়ালেই ঢাকা পড়ে যায়।

কিন্তু তাই বলে কি মেকআপ করবেন না? একদমই নয়। বরং চোখের মেকআপে আনুন কিছু বদল।ব্যাস তাহলেই আপনার চোখের যাদুতে বাড়বে অনেকেরই হার্টবিট।

রইল একগুচ্ছ টিপ্স

১) যাঁরা চশমা পরেন তাদের চোখের তলার কালি ও ফোলাভাব বেশি হয় ৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব চোখের কালি ও ফোলা ভাব ঠিক করাটা জরুরী ৷ চোখের তলার ফোলা অংশে বরফ ঘষলে কমে যায় ফোলা ভাব ৷ তাই মেক আপ করার আগে চোখের তলায় একটু বরফ ঘষে নিন ৷ এরপর কালার কারেক্টিং কনসিলার দিয়ে ভালো করে চোখের তলার কালি মুছে ফেলুন ৷ চোখের নীচের পাতায় কাজল বা আই লাইনার না লাগানোই ভালো ৷ কারণ এতে চোখের তলার কালি আর ফোলা ভাব আরও বেশি করে দৃষ্টি আকর্ষণ করবে৷

২) এটা সত্যি যে চশমার কারণে চোখের আই শ্যাডো ঢাকা পড়ে যায় ৷ তাই আই শ্যাডোকে দেখাতে ন্যুড কালার বা সোনালী রং দিয়ে চোখের পাতা হাইলাইট করুন‚ এরফলে চোখ অনেকটা বড় দেখাবে৷ পাশাপাশি, চোখের আইশ্যাডো এমন রঙের নির্বাচন করুন যাতে সেটা চশমার ভিতর দিয়ে দেখা যায় ৷ তবে মনে রাখবেন চশমার ফ্রেম আর আই শ্যাডোর রং যেন আলাদা হয় ৷ নীল‚ সবুজ এবং লাইল্যাক রং খুব ভালো দেখায় ৷ চোখের পাতায় প্রথমে একটা হাল্কা রং লাগিয়ে নিন ৷ এবার চোখের বাইরের কোণায় গাঢ় রং লাগান ৷

৩) যে মহিলারা চশমা পরেন তাদের জন্য চোখের পাতা হাইলাইট করা অত্যন্ত জরুরী ৷ ভালো করে মাস্কারা লাগানোর আগে আই ল্যাশ কার্লার দিয়ে চোখের পাতা কালার করে নিন ৷ এরপর দু- তিনবার মাস্কারা লাগান৷ দেখবেন আপনার চোখ বেশ মোহময়ী হবে অন্যদের চোখে৷
৫) চশমা থাক বা না থাক মোটা আনশেপড ভ্রু কিন্তু মোটেই ভাল দেখায় না ৷ তাই মাসে অন্তত দুবার ভুরু- প্লাক করা জরুরী৷ খয়েরি রঙের আই শ্যাডো দিয়ে ভুরু আরও গাঢ় করে তুলুন ৷

৬) চোখ যখন চশমায় ঢাকা তখন চোখ ছাড়া যাতে ঠোঁটে অন্যের চোখ আটকে যায় তার ব্যবস্থা করুন ৷গাঢ় লাল রঙের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙিয়ে তুলুন ৷ হট পিঙ্ক বা ডিপ বেরী কালারের লিপস্টিকও বেছে নিতে পারেন আপনি ৷

পাঠকের মতামত

Comments are closed.