183056

কলার খোসা দিয়ে জিন্স তৈরি করছেন চেন্নাইয়ের তাঁতিরা

এই মুহুর্তে যা তাপের যা দাবদাহ চলছে তাতে যদি কেউ জিন্স পরেন তাহলে তার প্রাণ ওষ্ঠাগত হবে সেটাই স্বাভাবিক। তার উপর জিন্সের দাম অন্যান্য প্যান্টের থেকে বেশ অনেকটাই বেটি। এই অবস্থায় ভারতের চেন্নাইয়ের একটি গ্রাম পথ দেখাচ্ছে। গরমে সস্তায় আরামদায়ক পোশাক তৈরি করছে তারা, যা একইসঙ্গে পরিবেশের পক্ষেও ভাল।

দেশটিতে অবস্থিত গ্রামটির নাম আনাকাপুথুর। চেন্নাইয়ের এই গ্রামে তাঁতিদেের বাসা। ঐতিহ্যকে ধরে রাখতে তাঁরা এখন জিন্স তৈরি করছেন কলার খোসা দিয়ে। সুতি আর কলার খোসা দিয়ে তৈরি এই জিনস গরমে বেশি ঘাম টেনে শুষে নিচ্ছে। জিনসের বোতাম কী দিয়ে তৈরি হচ্ছে জানেন? না প্লাস্টিক বা ধাতব বোতাম নয়, তা তৈরি হয়েছে নারিকেলের মালা দিয়ে। এর কারণ, তাঁতিরা চাইছেন, সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব জিন্স বানাতে, এমন জিন্স যা পরে কলকাতা তো কোন ছার, চেন্নাইয়ের গরমকেও হার মানানো যাবে অনায়াসে।

পাঠকের মতামত

Comments are closed.