183301

চীনা বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন শ্রীলংকানরা !

সজল সরকার: চীন কোটি কোটি টাকা বিনিয়োগ করছে শ্রীলংকার অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পে। তবে শ্রীলংকান জনগণ এতে খুশির চেয়ে বেশি উদ্বিগ্ন হচ্ছে। শ্রীলংকান জনগণ মনে করছে চীন তাদের দেশে যে পরিমান অর্থ ব্যয় করছে তাতে শুধু ঋণের বোঝাই বাড়ছে। এশিয়ার সবচেয়ে বৃহত্তম সড়ক নির্মানের পর ব্যবসা-বাণিজ্যের আমুল পরিবর্তন আসবে। সেজন্য এশিয়ার অন্যতম বাণিজ্যপ্রবণ দেশ শ্রীলংকার অবকাঠামো উন্নয়নের জন্য চীন প্রচুর অর্থ ব্যয় করছে। যেহেতু সমুদ্রে ঘেরা শ্রীলংকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ নেই তাই শ্রীলংকান বন্দর উন্নয়নে কাজ করছে চীন।

শ্রীলংকার হামবানটোটা বন্দর উন্নয়নে ১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হচ্ছে। বন্দর অবকাঠামো উন্নয়নের কাজ করছে চীনা কোম্পানি এবং এর অর্থায়ন করছে চীন সরকার। অর্থাৎ শ্রীলংকাকে এ অর্থ ঋণ হিসাবে দিচ্ছে চীন এবং এত বড় অংকের অর্থ পরিশোধ করতে শ্রীলংকার দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে। হামবানটোটা বন্দর উন্নয়নের মাধ্যমে অধিক জাহাজ শ্রীলংকায় ঢুকতে পারবে এবং কলম্বো বন্দরের ওপর চাপ কমবে। কলম্বো বন্দর এখন পর্যন্ত এশিয়ার গুরুত্বপূর্ণ কন্টেনার টার্মিনাল হিসাবে পরিচিত। তবে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রবি করুনানায়েকে বলেন, ‘বন্দর উন্নয়নের যে খরচ তা বহন করার পর এটা লাভজনক হবে না।’

হামবানটোটা বন্দরের কাছের স্থানীয় বাসিন্দারা এ বছরের জানুয়ারি মাসেও আন্দোলন করেছে চীনা বিনিয়োগের বিরোধীতা করে। তবে প্রশাসন আন্দোলনকারীদের ওপর চড়াও হয়ে তা আর এগুতে দেয়নি। আন্দোলনকারীদের অনেকেই জেল খেটেছেন কয়েক সপ্তাহ ধরে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা এ প্রকল্পের ঘোর বিরোধীতা করছি। চীনের এত বিনিয়োগ মানে আমার দেশকে বিক্রি করে চীনের কাছে। এ প্রকল্পের ফলে প্রায় ৮ বিলিয়ন ডলার ঋণের বোঝা বইয়ে হবে শ্রীলংকান জনগণকে।’

পাঠকের মতামত

Comments are closed.