183306

ফজর নামাজে লম্বা এবং মাগরিবে সংক্ষিপ্ত কেরাত

জামাল হোসেন: অনেকের ধারণা ফজর নামাজে লম্বা কেরাত পড়তে হয়। কেননা ফজর নামাজের সময় বেশি। আর মাগরিবের সময় কম তাই সংক্ষিপ্ত কেরাত পড়তে হয়। প্রায় সবাই এ রকমই করে আসছেন।

সব সময়ের জন্য এ রকম করা ঠিক না। প্রথমত ফজর ও মাগরিব নামাজ সময়ের দিক থেকে ব্যবধান খুব বেশি নয়। মাত্র ১০ বা ১২ মিনিট পার্থক্য।
দ্বিতীয় রাসূল (সাঃ) সব সময় ফজরে লম্বা এবং মাগরিবে সংক্ষিপ্ত কেরাত পড়েছেন এমনটি নয়। হাদীসে রয়েছে তিনি কখনো কখনো ফজরের দু’রাকাত ফরজ নামাজে কেসারে মোফাসসাল শ্রেণির সূরা তাকবীর বা এ ধরনের সূরা পড়তেন। (আবু দাউদ, কিতাবুল সালাত)
রাসূল (সাঃ) ফজর নামাজের দুই রাকাতেই সূরা যিলযাল পড়েছেন (যা ছোট সূরা)। বর্ণনাকারী বলেন, জানি না, তিনি ইচ্ছাকৃত না ভুলে এরূপ করেছেন। (আবু দাউদ, কিতাবুল সালাত)

মাগরিব নামাজে রাসূল (সাঃ) কেসারে মোফাসসাল পড়তেন। আবার কখনো কখনো তেওয়ালে মোফাসসাল কিংবা আওসাতে মোফাসসালও পড়তেন।
কখনো কখনো রাসূলুল্লাহ (সাঃ) মাগরিবের নামাজে বড় সূরাদ্বয়ের (বাকারা ও আল ইমরান) অপেক্ষাকৃত ছোট সূরা আরাফ পড়তেন (বুখারী, কিতাবুল সালাত) কখনো কখনো তিনি মাগরিবের দু’রাকাতে সূরা আনফালও পড়তেন (তাবারানী) মোট কথা প্রয়োজনে সকল নামাজেই ছোট বড় উভয় সূরা পাঠ করা যায়।

পাঠকের মতামত

Comments are closed.