190622

আজ কী ‘বাঘবন্দি’র রহস্য উন্মোচন হবে?

 

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে ওয়েব সিরিজ। ঈদ উপলক্ষে যতগুলো ওয়েব সিরিজ এসেছে এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তরুণ নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত ‘বাঘবন্দি’। রোমান্টিক বলয়ের বাইরে এবারই প্রথম থ্রিলার গল্প নিয়ে কাজ করেছেন তিনি। ‘বাঘবন্দি’ গল্পটিও তার নিজের লেখা।
এ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করলাম এবং থ্রিলার গল্পে নিয়েও এটা আমার প্রথম কাজ। প্রতিদিন একটি এপিসোড করে ঈদের দিন থেকে এখন পর্যন্ত ৫টি এপিসোড রিলিজ হয়েছে। দর্শকরা আমার আগের কাজগুলো মতো এটাতেও বেশ সাড়া দিচ্ছেন। এক এপিসোড রিলিজের পর নতুন এপিসোডের প্রতি তাদের আগ্রহ দেখে সত্যি আমি অবাক।’

‘বাঘবন্দি’তে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সাফা কবির। প্রথমবার তারা একসঙ্গে কোনো ওয়েব সিরিজে কাজ করলেন। ওয়েব সিরিজটিতে অভিনয় করে তিনজনই দারুণ উচ্ছ্বসিত।
তৌসিফ বলেন, ‘বাঘবন্দি’ নামের মধ্যেই এর গল্প লুকিয়ে আছে। এই গল্পে একজন বাঘ রয়েছেন, যাকে খুঁজে পেতে হলে অপেক্ষা করতে হবে শেষ পর্বটি পর্যন্ত। এর গল্প ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে। দর্শকদেরও ভালো লাগছে বলে আমার বিশ্বাস।
ওয়েব সিরিজটিতে তৌসিফ নাঈম চরিত্রে, জোভান ফয়সাল চরিত্রে এবং সাফা অনামিকা চরিত্রে অভিনয় করছেন। ঈদের দিন থেকে টানা সাত দিন ধ্রুব মিউজিক স্টেশন-এর ইউটিউব চ্যানেলে ‘বাঘবন্দি’র প্রতিটি পর্ব প্রচার হচ্ছে। আজ শুক্রবার ‘বাঘবন্দি’র সপ্তম ও শেষ পর্ব মুক্তি পাবে। সুত্র আমাদেরসময়

পাঠকের মতামত

Comments are closed.