190678

রাজার দ্বিতীয় বাড়ি এখন বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট  : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান সিকান্দার রাজা। টানা দেড় মাস ব্যাপী এ টুর্নামেন্ট খেলে এ দেশের আবহাওয়া সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতাই হয়েছে তার। আর তার সুফলটাও পাচ্ছেন তিনি। টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি তুলেছেন। বাংলাদেশের বিপক্ষে হাফসেঞ্চুরি করেও জেতাতে পারেননি। তবে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মূলনায়কই ছিলেন তিনি। আর এমন পারফরম্যান্সের পর বিপিএল ও বাংলাদেশকে কৃতিত্ব দিলেন এ অলরাউন্ডার। ওই আসর এবং এই দেশটির জন্য কণ্ঠে ঝরল কৃতজ্ঞতা। আর তাই তো বাংলাদেশকেই নিজের দ্বিতীয় বাড়ি বলে ফেললেন এ ক্রিকেটার।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন রাজার অলরাউন্ড নৈপুণ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্যাট হাতে হার না মানা ৮১ রান করেছেন। বল হাতেও নিয়েছেন ১ উইকেট। আর বিপিএলে টানা খেলার অভিজ্ঞতার কারণেই তা করতে পেরেছেন, মনে করেন রাজা। তাই সংবাদ সম্মেলনে বলেই ফেললেন, ‘খুব তাড়াতাড়ি এটা (বাংলাদেশ) আমার দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছে।’

ব্যাখ্যাটাও করলেন নিজের মতো, ‘আমার মনে হয় বিপিএলের অভিজ্ঞতা আমাকে সাহায্য করেছে।’ আবেগি রাজা একসময় বললেন, ‘এটা ভাষায় বর্ণনা করা কঠিন। আপনি যেখানে ঘোরাফেরা করবেন সেখানকার পরিবেশ সম্পর্কে খুব ভালো জানবেন। এর প্রভাব অবশ্যই দেখা দেবে। ধন্যবাদ চিটাগং ভাইকিংস আমাকে এ সুযোগ দেওয়ার জন্য।’

আর এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই জানতে চাওয়া হয় তার অনুভূতি। রাজার ভাষায়, ‘দেশের হয়ে ম্যাচ জেতা সবসময়ই দারুণ ব্যাপার। আমরা মনে হয় প্রথম ম্যাচে আমরা নিজেদের মতো পারফর্ম করতে পারেনি। আমার বিশ্বাস আগের দিনের চেয়ে আজকের উইকেট অনেক ভালো ছিলো। এটা আমাদের কাজটা আরও মজবুত হওয়া দরকার ছিল, এবং এটা করতে পেরে আমি খুব খুশি।’

উল্লেখ্য, এবারের বিপিএলে এবার দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাজা। ১০ ইনিংসে করেন ২৭৮ রান। আর বল হাতেও ৫ উইকেট। সিলেট সিক্সার্সের বিপক্ষে ৯৫ রানের দারুণ একটি ইনিংসও খেলেন অলরাউন্ডার। এদিন শ্রীলঙ্কা মূলত তার কাছেই হারে জিম্বাবুয়ে। ১২ রানের জয় তুলে নেয় রাজার দল।

পাঠকের মতামত

Comments are closed.