190706

রাশিয়ায় তাপমাত্রা মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস

ডেস্ক রিপোর্ট  : রাশিয়ার প্রত্যন্ত ইয়াকুটিয়া অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইয়াকুটিয়া অঞ্চলটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৫ হাজার ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

মঙ্গলবার এ অঞ্চলের বিভিন্ন এলাকার তাপমাত্রা মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৮৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতর শিশু ও বৃদ্ধদের ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়েছে।

তবে ইয়াকুটিয়ার জীবনযাত্রা থেমে নেই। কেননা এমন বৈরী আবহাওয়ার সাথে তারা পরিচিত।কেন্দ্রীয়ভাবে অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান গরম রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখানকার মানুষের কাছে মাইনাস ৪০-৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো অস্বাভাবিক কিছু নয়।

পাঠকের মতামত

Comments are closed.