190750

‘বিষয়টি নিয়ে আমি বেশ উত্তেজিত’

 

ডেস্ক রিপোর্ট :ক্লোজআপ ওয়ান তারকা পুতুল। গানের এ প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ার শুরুর পর থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। স্টেজ, প্লে¬ব্যাক, অ্যালবাম-প্রতিটি ক্ষেত্রেই নিজেকে মেলে ধরেছেন। গাওয়ার পাশাপাশি নিজের গানগুলোর সুর ও সংগীতায়োজন নিজেই করেন পুতুল। এরই মধ্যে ফোক ও মেলোডিয়াস গান যেমন শ্রোতাদের দিয়েছেন, তেমনি নিজের সুর ও সংগীতে হেভিমেটাল ও রক গানও করেছেন। গানের পাশাপাশি উপস্থাপনা করেও প্রশংসিত হয়েছেন পুতুল।
তবে বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। স্টেজ ও নতুন গানের কাজ নিয়েই তার মূল ব্যস্ততা। পাশাপাশি একুশে গ্রন্থমেলায় এবার নিজের লেখা নতুন উপন্যাসও প্রকাশ করবেন তিনি। কেমন আছেন? সব মিলিয়ে কেমন যাচ্ছে সময়? পুতুল বলেন, অনেক ভালো যাচ্ছে। তবে বেশ ব্যস্ততাতেই যাচ্ছে। সব কাজ একসঙ্গে পড়ে গেছে। আর আমি দীর্ঘ সময় দুবাই ছিলাম বলে অনেক কাজও জমে ছিলো। এছাড়া বছরের এ সময়টায় এমনিতেই ব্যস্ততা একটু বেশি থাকে। ব্যস্ততা কি নিয়ে? পুতুল বলেন, এখন তো স্টেজ শো-এর মৌসুম। তাই শো নিয়ে খুব ব্যস্ত সময় যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে শো করছি। সরাসরি গান শোনাতে আমার বরাবরই ভালো লাগে। আর দেশের বিভিন্ন প্রান্তে শো করতে ঝক্কি ঝামেলা থাকলেও আমি সফরগুলো উপভোগ করি। আমরা যেহেতু ঢাকাতেই থাকি তাই এসব শো-এর মাধ্যমে রাজধানীর বাইরের মানুষদের গানের প্রতি ভালোবাসা সম্পর্কে অবগত হই। তাছাড়া বিভিন্ন স্থানে ঘোরাঘুরিও হয়। শো-এর বাইরে নতুন গান নিয়েও ব্যস্ততা যাচ্ছে। নতুন গান কবে আসবে? পুতুল বলেন, নতুন দুটি গানের কাজ করছি। এগুলোর কাজ একটু একটু করে শেষ করছি। ভালোবাসা দিবসে এ গানগুলো প্রকাশ করবো। নিজের স্টাইলেই গানগুলো করেছি। তবে ভিন্নতার ছোঁয়া থাকবে। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের। এবার গ্রন্থমেলায়তো আপনার লেখা উপন্যাস প্রকাশ হচ্ছে। সে সম্পর্কে বলুন। পুতুল বেশ আনন্দের সুরে বলেন, হ্যা। বিষয়টি নিয়ে আমি বেশ উত্তেজিত। আসলে গ্রন্থমেলা সন্নিকটে। গানের ব্যস্ততাও তুঙ্গে। খুব ভয় লাগছিলো ঠিক সময়ে লেখা শেষ করে উঠতে পারবো কিনা তা নিয়ে। অবশেষে পান্ডুলিপি হস্তান্তর করা গেলো প্রকাশককে। আহা। এ যে কী নির্ভার অনুভূতি তা কেবল একজন লেখকই জানে। গ্রন্থমেলায় প্রিয়মুখ প্রকাশন থেকে প্রকাশ হবে আমার উপন্যাস ‘একটি মনস্তাত্বিক আত্মহনন এবং তার পুতুলকাব্যিক প্রতিবেদন’। এটি নিয়ে প্রত্যাশা কেমন? পুতুল বলেন, আমি আমার অনুভূতিকে একত্রিভূত করেছি উপন্যাসটিতে। নিজের চিন্তা-ভাবনা দিয়ে সাাজিয়েছি উপন্যাস। এখন পাঠকদের ভালো লাগলেই প্রত্যাশা পূরণ হবে। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বর্তমানে গানের অবস্থা কেমন মনে হচ্ছে? পুতুল বলেন, আমারতো মনে হয় ভালোই। কারণ এখন যে যার মতো করে গান প্রকাশ করতে পারছে। শ্রোতারা ভালো গানগুলো গ্রহণ করছেন। খারাপ গানগুলো প্রত্যখ্যান করছেন। আর শিল্পীরা নিজেদের গানের স্বত্ব নিজের কাছে রেখে গান প্রকাশ করতে পারছেন। কোম্পানির উপর নির্ভর করতে হচ্ছে না। এটাই বড় বিষয়। আর যেহেতু ডিজিটালি গান প্রকাশ হচ্ছে খুব বেশিদিন হয়নি তাই আরও একটু সময় লাগবে। সেই সময়টা পেলেই ইন্ডাস্ট্রি আরও ভালো পর্যায়ে যাবে। উপস্থাপনা কেমন চলে? পুতুল বলেন, আমি শখের বসে উপস্থাপনা করি। সেদিক থেকে ভালোই চলছে। আবার অন্য একটি প্রসঙ্গ। বিয়ে করছেন কবে? পুতুল বলেন, এ বছর শুভ সংবাদটা দেয়ার সম্ভাবনা আছে। তবে সেটা কবে নাগাদ এখনই বলতে পারছি না।  সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.