192353

মহাকাশে বিলাসী হোটেল, এক রাতের ব্যয় ২৫০ কোটি!

ডেস্ক রিপোর্ট :মহাকাশে নির্মিত হচ্ছে বিলাস বহুল একটি হোটেল। রাশিয়ান মহাকাশ এজেন্সি ‘রসকসমস’ এর নির্মাতা। সবকিছু ঠিকঠাক ভাবে এগোলে আগামী পাঁচ বছরের মধ্যেই মহাকাশে মাথা তুলবে এই বিলাসবহুল হোটেল। বেশ কয়েক বছর আগে থেকেই রাশিয়ায় এ নিয়ে কার্যক্রম শুরু করেছে।

পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ যোগ হবে ‘লাক্সারি অরবিটাল স্যুট’। যেখানে ‘পোর্টহোল’-সহ থাকবে একাধিক প্রাইভেট কেবিন। কেবিনে বসে এই পোর্টহোল দিয়ে দেখা যাবে পৃথিবী। মহাকাশে হেঁটেচলে বেড়ানোরও ব্যবস্থা থাকবে।

পর্যটক-পিছু এই হোটেলে থাকার এক রাত থাকার খরচ পড়বে ৪০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকারও বেশি।সূত্র : বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.