192359

১৬ বছরে একবারও হর্ন বাজাননি তিনি!

ডেস্ক রিপোর্ট : বর্তমান যুগে কম-বেশি সবাই গাড়ি ব্যবহরি করেন। আর গাড়ি রাস্তায় নামালে হর্ন বাজানো লাগবেই। কেউ কম হর্ন বাজান, কেউ বেশি। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের কসবার বাসিন্দা দীপক দাসের দাবি, তিনি ১৬ বছর ধরে হর্ন দেন না! অথচ, প্রতিদিনই গাড়ি চালাল।

প্রায় তিন দশক ধরে শহরের রাস্তায় গাড়ি চালাচ্ছেন দীপক। তবলাবাদক পণ্ডিত তন্ময় বসু, শিক্ষাবিদ প্রয়াত অম্লান দত্ত, শিল্পী গোলাম ফকিরসহ অনেকেই তার গাড়ির সওয়ারি।

দীপকের দাবি, ২০০১ সাল থেকেই গাড়ি চালানোর সময় হর্ন বাজান না তিনি। এমনকি নিজের গাড়ি, সাইকেল এবং স্কুটার থেকে খুলে ফেলেছেন বেল এবং হর্ন। শব্দদূষণের বিরুদ্ধেই তার এই প্রতিবাদ।

দীপকের দাবি, গাড়ির গতি এবং অবস্থান সম্পর্কে চালকের সম্যক ধারণা থাকলে হর্নের দরকার হয় না। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.