193203

আকাশছোঁয়া কাঠের দালান বানাবে জাপান

ডেস্ক রিপোর্ট :বাড়ি কিংবা স্থাপনা তৈরিতে কাঠের ব্যবহার নতুন কিছু নয়। স্থাপনা নির্মাণে কাঠ ব্যবহার করতে ২০১০ সালে জাপান সরকার তো রীতিমতো আইন পাশ করেছিল। কিন্তু সেটি শুধু তিন তলার ভবনের চেয়ে ছোট স্থাপনার ক্ষেত্রে।

জাপান ভূমিকম্পপ্রবণ দেশ। সারাবছরই ভূমিকম্প হয় দেশটিতে। কিন্তু এত ঝুঁকি সত্ত্বেও কাঠ দিয়েই ৭০ তলা ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে সুমিতোমা ফরেস্টি নামের জাপানের একটি কোম্পানি। ২০৪১ সালে কোম্পানিটির ৩৫০ বছর পূর্তি হবে। তার আগেই তৈরি হবে সেই আকাশছোঁয়া ভবন।

ভবনটি নির্মাণে এক লাখ ৮০ হাজার কিউবিক মিটার কাঠ ব্যবহার করা হবে। যাতে ৮ হাজার ঘর থাকে। প্রত্যেক ঘরে থাকবে গাছ আর বারান্দায় থাকবে পাতাবাহার।

সুমিতোমা ফরেস্টি নামের ওই কোম্পানি বলেছে, ‘ভবনটি নির্মাণে স্টিল ব্যবহার করা হবে। তবে সেটি ১০ শতাংশের বেশি নয়। ভবনের থাম তৈরিতে এ স্টিল ব্যবহার করা হবে যা ভূমিকম্প হতে এটিকে রক্ষা করবে।

সুত্রঃবাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.