193383

‘এই সময়ের দর্শকরা কমেডি নাটকই বেশি দেখছেন’

 

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। তার অভিনয় দেখে আর সংলাপ শুনে দর্শকরা দারুণ আনন্দ পান। আরণ্যক নাট্যদলের হয়ে মঞ্চে প্রথম অভিনয় শুরু করেন তিনি। মঞ্চ থেকে এই অভিনেতার ছোট পর্দায় অভিষেক ঘটে। সালাউদ্দিন লাভলুর ‘রঙের মানুষ’ নাটকের মধ্য দিয়ে তিনি দর্শকদের কাছে বেশ পরিচিতি লাভ করেন। ক্যারিয়ারের শুরু থেকে কমেডি নির্ভর গল্প ও চরিত্রে তাকে দর্শকরা বেশি দেখছেন।
তাহলে কি তিনি এই ধরনের চরিত্রেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? এই প্রশ্নের উত্তরে আ খ ম হাসান বলেন, আমাদের এই সময়ের দর্শক কমেডি নাটকই বেশি দেখছেন। টিভি চ্যানেলগুলোরও কমেডি নাটকের প্রতি আগ্রহ থাকে বেশি। কমেডি নাটকের সঙ্গে বাণিজ্যিক চাহিদা বেশি থাকার কারণে নির্মাতারা আমাকে দিয়ে কমেডি অভিনয় করাচ্ছেন। অভিনয় আমার এখন পেশা। সেই কারণে পরিচালকদের ইচ্ছে অনুযায়ী আমাকে কাজ করতে হয়। তবে আমি কমেডি অভিনয়ের বাইরে সিরিয়াস ধরনের চরিত্রেও অভিনয় করি। টিভি মাধ্যমে এ ধরনের নাটকের সংখ্যা কম। মঞ্চে যারা আমার অভিনয় দেখেছেন তারা জানেন আমি সিরিয়াস চরিত্রে কেমন অভিনয় করি। দর্শকরা কমেডি নাটক থেকে বিনোদন খোঁজেন। কিন্তু কমেডি চরিত্রের অভিনয় শিল্পীদের মূল্যায়নের ক্ষেত্রে তারা আবার পিছিয়ে থাকেন। এই সম্পর্কে এই অভিনেতার মন্তব্য শুনতে চাইলে বলেন, আমাদের দেশে নাটকে কমেডি শিল্পীদের হালকাভাবে দেখেন অনেকেই। চলচ্চিত্রেও কমেডি শিল্পীদের মূল্যায়ন কম। কিন্তু এটি অভিনয় শিল্পের একটি অংশ। সত্যি বলতে, কমেডি অভিনয় করা সবার পক্ষে সম্ভব হয় না। এটি অনেক কঠিন একটি কাজ। কঠিন একটি কাজকে যারা সহজভাবে নেন সেটি তাদের অজ্ঞতা বলেই আমি মনে করি। এ সময়ে টিভি নাটকের মান ভালো হচ্ছে না বলে অনেককে মন্তব্য করতে শোনা যায়। সেটি সম্পর্কে আ খ ম হাসান তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রতিবছর আমাদের টিভি মাধ্যমে অসংখ্য নাটক নির্মাণ হচ্ছে। দর্শকরা সেসব দেখছে বলেই নির্মাতারা নির্মাণ করছেন। যারা ব্যর্থ হচ্ছেন অথবা কিছু করতে পারছেন না তারাই এ ধরনের কথা বেশি বলছেন। সময়ের সঙ্গে সবাইকে প্রতিযোগিতা করতে হয়। দর্শকরা যে ধরনের নাটকে আগ্রহী নির্মাতারা সেটি নির্মাণের চেষ্টা করেন সব সময়। এরমধ্যে দু’একটি খারাপ হতেই পারে। তাই বলে সামগ্রিকভাবে বলা যাবে না নাটকের মান খারাপ হচ্ছে। এদিকে টিভি নাটকের দর্শকরা এখন ইউটিউবমুখী। এটিকে এই অভিনেতা ইতিবাচকভাবেই নিয়েছেন বলে জানান। কারণ ইউটিউবের কল্যাণে সহজে জানা যায় কোন নাটকটি দর্শকরা কতটা গ্রহণ করছেন। এবার আসা যাক আ খ ম হাসানের বর্তমান ব্যস্ততায়। বর্তমানে তিনি একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে কায়সার আহমেদের ‘মহাগুরু’, সঞ্জিব সরকারের ‘মজনু একজন পাগল নহে’, ফরিদুল হাসানের ‘কমেডি-৪২০’ ও মেহেদি হাসান হৃদয়ের ‘রসের হাড়ি’ শীর্ষক ধারাবাহিকগুলো। ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও তিনি কাজ করছেন। মঙ্গলবার তিনি শামীম জামানের ‘বন্ধু বেঈমান’ শীর্ষক একটি নাটকের শুটিং করেছেন বলে জানান। ধারাবাহিকগুলোতে তার চরিত্র সম্পর্কে আ খ ম হাসান বলেন, প্রতিটি নাটকে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছি। যদিও প্রায় সবক’টি নাটক কমেডি নির্ভর। কিন্তু আমি এর মধ্যেও চেষ্টা করছি নতুন কিছু দিতে। ছোট পর্দার পর চলচ্চিত্র প্রসঙ্গেও কথা হয় এ অভিনেতার সঙ্গে। টিভি নাটকের অনেকেই চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। সেদিক থেকে আপনার পরিকল্পনা কি? তিনি বলেন, আমি কোনো চলচ্চিত্রে কাজ করছি না। চলচ্চিত্র নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আগামীতে আমাকে কোনো চলচ্চিত্রে দেখা যাবে কিনা সেটিও সঠিকভাবে বলতে পারছি না। কারণ আমার এখন সব ব্যস্ততা টিভি নাটকেই। সুত্র মানবজমিন

পাঠকের মতামত

Comments are closed.