194122

“বড় ছেলে” খ্যাত আরিয়ানের নাটক ঘুরে দাঁড়ানোর গল্প”

ডেস্ক রিপোর্ট: গ্রামগঞ্জের বাজারে নূরের একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে। নিরীহ গ্রামের ছেলে নূর ভালোবাসে একই গ্রামের রীতাকে। কিন্তু তার ভালোবাসার কথা কখনো সে রীতাকে জানাতে পারে না। উল্টো একদিন সে জানতে পারে রীতা ভালোবাসে পাশের গ্রামের কামালকে। এমনি এক ভালোবাসার গল্পের প্রেক্ষাপটে গড়ে উঠেছে রিন নিবেদিত “বড় ছেলে” খ্যাত পরিচালক মিজানুর রহমান আরিয়ানের “ঘুরে দাঁড়ানোর গল্প”।

এই গল্পের নায়ক নূর ভালোবাসার প্রতি তার সমর্পণ ও ত্যাগের অভিব্যাক্তির প্রমাণ দিয়েছে প্রতিটি স্তরেই। এই নাটকের প্রধান চরিত্রে নূর তার সংগ্রাম ও নিষ্ঠার মধ্যে দিয়ে তা প্রমাণ করতে চায়, একজন মানুষ যদি তার সংকল্পে অটুট থাকে তাহলে জীবনের নানা চাওয়া-পাওয়া পূরণ হয়।

নাটকের প্রধান দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী।

নাটকটি প্রচারিত হবে আগামী ১৬ মার্চ শুক্রবার এটিএন বাংলাতে।  সুত্র কালের কণ্ঠ

পাঠকের মতামত

Comments are closed.