194638

সৌদিআরব ও আরব আমিরাতের দুই মুহাম্মদের কীর্তিনামা!! হাস্তে হাস্তে শেষ!!

ডেস্ক রিপোর্ট  : আজ ১ এপ্রিল, কাতারের বিরুদ্ধে আরোপিত সৌদি জোটের অবরোধের ৩০০তম দিন। এই তিনশ দিনে কাতারের বিরুদ্ধে সৌদিআরব ও আরব আমিরাতের দুই যুবরাজ মুহাম্মদ কোনো চক্রান্ত বাদ রাখেননি। তবুও মাথা নোয়ায়নি কাতার।

কাতারের বিরুদ্ধে এই দু নেতার হিংসার একটি নমুনা তুলে ধরছি, এতে অন্তত এঁদের চরিত্র সম্পর্কে ধারণা পাবেন অনেকে। গত বছরের ১৫ নভেম্বর নিউইয়র্কে যখন লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা যিশুখ্রিস্টের প্রতিকৃতি (সালভাতর মুন্ডি) নামের একটি চিত্রকর্ম বিক্রির জন্য নিলামে তোলা হয়, তখন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান তার প্রতিনিধি বদর বিন আব্দুল্লাহর নাম ব্যবহার করে সেটি কিনে নেন ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারে। অথচ এর এক বছর আগে যখন কাতারের রাজপরিবারকে এই ছবিটি কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল ৮০ মিলিয়ন ডলারে, কাতার তখন সেই প্রস্তাব ফিরিয়ে দেয়।

সৌদি যুবরাজ মুহাম্মদ ভেবেছিলেন, এবার নিলামে অংশ নিয়ে কাতার হয়তো সেটি কিনে নিতে পারে। ওদিকে আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদও ভাবলেন, কাতার এই নিলামে অংশ নিতে পারে, তাই তিনিও যোগ দিলেন নিলামে দাম বাড়িয়ে তোলার প্রতিযোগিতায়।

নিলামে অংশ নিয়ে দাম বাড়ানোর সময়ও সৌদি ও আমিরাতের এই দুই মুহাম্মদের কেউ জানতেন না যে তারা নিজেরাই একে অন্যের বিরুদ্ধে নিলামে অংশ নিয়ে দাম বাড়াচ্ছেন এই শিল্পকর্মের। বরং নাম-পরিচয় অপ্রকাশিত থাকায় তারা দুজনই মনে মনে কাতারকে প্রতিপক্ষ ভেবে একে অন্যের বিরুদ্ধে দাম হাঁকছিলেন। এক পর্যায়ে সেটি সৌদি যুবরাজ মুহাম্মদ কিনে নেন ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি মার্কিন ডলারের বিনিময়ে।

কেনার পর জানা গেল, যাকে ঠেকাতে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এই ছবিটি কিনলেন তিনি, সেটি কাতার নয়, বরং তাঁরই বন্ধু আরব আমিরাতের মুহাম্মদ বিন জায়েদ। লজ্জায় পড়ে সৌদি যুবরাজ মুহাম্মদ সেটি আরব আমিরাতের মুহাম্মদ বিন জায়েদকে উপহার হিসেবে দিয়ে দেন। বর্তমোনে সংযুক্ত আরব আমিরাতের ল্যুভর আবু ধাবি জাদুঘরে এটি রাখা আছে। এর বিনিময়ে অবশ্য মুহাম্মদ বিন জায়েদও সৌদি মুহাম্মদকে একখানা বেশ মূল্যবান প্রমোদতরী উপহার দেন।

এই হচ্ছে কাতারের বিরুদ্ধে প্রতিনিয়ত হিংসায় জ্বলতে থাকা দুই মুহাম্মদের কীর্তিনামা। কেবল অবরুদ্ধ কাতার নয়, বরং ক্ষতবিক্ষত ইয়েমেন আর ক্ষয় হতে চলা ফিলিস্তিন কিংবা বিধ্বস্ত লিবিয়া ও সিরিয়া- কোথায় নেই এদের কালোহাতের কারিশমা। এই দু নেতার দুষ্টবুদ্ধিতে কেবলই কি ট্রাম্প, হার মেনেছে স্বয়ং শয়তান। সূত্র- তামিম রায়হানের ফেসবুক থেকে

পাঠকের মতামত

Comments are closed.