194996

বিশ্বকাপে নজর কাড়বে যে তরুণরা

আর মাত্র ৫৫ দিন পরই পর্দা উঠছে ফুটবলের সর্বোচ্চ আসর রাশিয়া বিশ্বকাপের। উন্মাদনায় মেতে উঠবে সারা বিশ্ব। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত পুরো এক মাস ধরে চলবে এ মহাযজ্ঞ। ফুটবলের মহোৎসব রাশিয়া বিশ্বকাপে জ্বলে ওঠা নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। যারা মাঠ মাতাবেন তাদের ওপর নজর রাখতে বললেন নেইমার।

নিজের দুই সতীর্থ ফিলিপ কুতিনহো আর গ্যাব্রিয়েল জেসাসের সাথে নেইমার বলছেন মিসরের মোহাম্মদ সালাহর কথাও। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ সালাহ। মিসরের এই ফরোয়ার্ড নিজের ফর্ম রাশিয়া বিশ্বকাপেও টেনে আনবেন বলে মনে করেন নেইমার। ‘সালাহ মিসরের হয়ে খুব বেশি মাঠে নামেনি। তবে বিশ্বকাপে সে ভালো একটা সময় কাটাতে পারে। আরো দারুণ কিছু প্রতিভাবান ফুটবলার মাঠে নামছে। তাদের মধ্যে হাজার্ড, ডি ব্রুইন আর সুয়ারেজ অন্যতম।’

আপাতত পায়ের অপারেশন শেষে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) তারকা নেইমার রয়েছেন মাঠের বাইরে। আরো মাসখানেক লাগতে পারে মাঠে নামতে। এই অবসরেই সাও পাওলোতে মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানেই লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো বাদে কারা হতে পারেন রাশিয়া বিশ্বকাপের তারকা, এমন প্রশ্নের জবাবে নিজের ভাবনা জানিয়েছেন নেইমার। ‘কুতিনহো আর জেসাস দু’জনই গড়ে দিতে পারে পার্থক্য। আর আমি আশা করি তারা সেটা পারবেন।’

লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ সবখানেই উজ্জ্বল মিসরের সালাহ। নেইমার তাই জানালেন গোলের পর গোলের দেখা পাওয়া এই ফরোয়ার্ড আলোকিত করতে পারে বিশ্বকাপের আসর। সাথে সাবেক বার্সেলোনা সতীর্থ ও উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজ আর দুই বেলজীয় কেভিন ডি ব্রুইন ও ইডেন হাজার্ডের ওপরও নজর রাখতে বললেন নেইমার।

তবে তারা যেন ব্রাজিলের বিপক্ষে ভালো না করেন, নেইমারের চাওয়া সেটাই, ‘আশা করি, আমরা সবাই ভালো পারফর্ম করতে পারব এবং ভালো একটি বিশ্বকাপ কাটবে। তবে আমি আশা করব, তারা ব্রাজিলের বিপক্ষে তেমনটা করবে না। তবে বিশ্বকাপ জেতার মতো ভালো মানের খেলোয়াড় আমাদের আছে এবং আমরা তা জিততে চেষ্টা করব।’

উৎসঃ dailynayadiganta

পাঠকের মতামত

Comments are closed.