195621

হানা দিল ‘ঘূর্ণিঝড়’, শিউরে ওঠা ভিডিও ভাইরাল

গত বছরের ডিসেম্বরে এই একই এলাকায় পানি স্তম্ভ নিয়েছিল টর্নেডোর রূপ। তছনছ করে দিয়েছিল বন্দর এলাকা। যেন এক অতিকায় দানব। মাটি থেকে বিপুল উচ্চতায় তার মাথা ছুঁয়ে মেলেছে মেঘের কিনারা। চোখ কপালে তুলে উঠে যাওয়ার মতো এমনই বিস্ময়কর পানি স্তম্ভের দেখা মিলল ইটালির সালের্নোতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, ওই জলস্তম্ভকে দেখে টর্নেডো বলে মনে হলেও সেটি মোটেই টর্নেডো নয়।

যখন ঠান্ডা বাতাস গরম হয়ে ওঠা পানির ভিতরে প্রবেশ করে তখন জল ফুলে ফেঁপে উঠে দুরন্ত ঘূর্ণির রূপ নেয়।  ওই পানি ঘূর্ণির ভয়াবহ প্রবাহের ধেয়ে আসার ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে এই একই এলাকায় পানি স্তম্ভ নিয়েছিল টর্নেডোর রূপ। রীতিমতো তছনছ করে দিয়েছিল বন্দর এলাকা। সৌভাগ্যের বিষয়, এবার তেমন কিছু ঘটেনি।

যে ভিডিওটি দেখলেন, সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জনৈক অ্যান্তনিও স্ট্যানজিওনি। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরো নিউজকে জানিয়েছেন, চোখের সামনে ওই অতিকায় জলস্তম্ভকে দেখার অভিজ্ঞতা। তাঁর কথায়, প্রথমে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি দেখে তিনি মুগ্ধ হলেও অচিরেই তাঁর কাছে স্পষ্ট হয়ে ওঠে পরিস্থিতির ভয়াবহতা। তবে ওই ফুলে ফেঁপে ওঠা জলরাশির ধাক্কায় কোনও ব্যক্তির হতাহত হওয়ার খবর মেলেনি। তবে দু’-একটি জাহাজের এলোমেলো হয়ে যাওয়ার খবর মিলেছে। সূত্র : এবেলা

পাঠকের মতামত

Comments are closed.