195729

হোয়াটসঅ্যাপ আনল নোটিফিকেশনে ভিডিও দেখার ফিচার

গত সেপ্টেম্বরে নোটিফিকেশান থেকে ছবি ও গিফ ফাইল দেখার ফিচার লঞ্জ করেছিল হোয়াটসঅ্যাপ। থ্রিডি টাচের মাধ্যমে বাঁ দিকে সোয়াইপ করে ভিউ অপশান সিলেক্ট করে আইফোন-এ নোটিফিকেশান থেকেই ছবি বা জিফ ফাইল দেখে নেওয়া যায়।

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যে বিটা টেস্টারদের কাছে নতুন ভার্সানে এই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে ভিডিও দেখার ফিচার পৌঁছে গেছে। নতুন হোয়াটসঅ্যাপ বিটা (2.18.102.5) ভার্সনে যোগ হয়েছে এই ফিচার। তবে এখনই ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন না। অ্যাপ স্টোর থেকে স্টেবেল গ্রাহকরা এই ভার্সান ডাউনলোড করতে পারবেন।

সম্প্রতি আইওএস’র জন্য সামনে এসেছে নতুন হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান। এবার আইওএস’র নোটিফিকেশনে ভিডিও দেখার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ কোন ভিডিও মেসেজে এলে তা দেখার জন্য এবার আর অ্যাপ ওপেন করতে হবে না। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে কাজ করবে এই ফিচার।

 

পাঠকের মতামত

Comments are closed.