197334

‘ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত নির্বাচনকে বিতর্কিত করবে’

অনলাইন সংস্করণঃ- বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত নির্বাচনকে বিতর্কিত করবে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

বিবৃতিতে তিনি আরো জানান, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইতোমধ্যে গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছেন, ৫জি চালুসহ ইন্টারনেট ও ভয়েস কলের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে নিয়ে আসার ব্যাপারে।

অন্যদিকে ইন্টারনেটের গতি বৃদ্ধি ও মূল্য কমানোর ব্যাপারে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছে বিএনপি।

মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জানতে পারলাম নির্বাচনের দিন বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি।

তিনি আরো বলেন, যেখানে আজ ঘরে বসেই সব তথ্য ও খবরাখবর পাওয়া যায়। এবার একাদশ জাতীয় নির্বাচনে সারাবিশ্বের চোখ থাকবে বাংলাদেশের ওপর। ইতোমধ্যে অনেক দেশই জানিয়ে দিয়েছে, তারা নির্বাচন পর্যবেক্ষণে সরাসরি আসছে না। তারা প্রযুক্তির মাধ্যমেই সব বিষয়ে খোঁজখবর রাখছেন। যদি ইন্টারনেটের গতি কমানো হয়, তা হলে সারাবিশ্ব বাংলাদেশের নির্বাচন সম্পর্কে খবরাখবর ও তথ্য তাৎক্ষণিক সংগ্রহ করতে ব্যর্থ হবে।

পাঠকের মতামত

Comments are closed.