198653

ত্বকের ক্যান্সার নির্ণয়ের যুগান্তকারী আবিস্কার ! আপনার মোবাইলই আপনার ত্বকের ডাক্তার

ডেস্ক রিপোর্ট : হ্যাঁ, প্রযুক্তি আজকে যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আপনার আর ডাক্তারের কাছে যেতে হবে না! প্রযুক্তির কল্যাণে, আপনার হাতের ফোনটি-ই আপনার জন্য বিশেষজ্ঞ ডাক্তার হয়ে উঠবে। ত্বকের সমস্যার দূর করতে ডাক্তার ও রোগ নির্ণয়ের পিছনে বহু টাকা খরচ এবং প্রচুর সময়ও ব্যয় করতে হয়। আর এখন মাত্র তিনটি ধাপ বা স্টেপ পার করলেই জানতে পারবেন আপনার ত্বকে কী রোগ বা সমস্যা দেখা দিয়েছে। আপনার ত্বকে ক্যান্সার বাসা বেঁধেছে কি-না তা-ও জেনে যাবেন মাত্র কয়েক মিনিটে। বিশ্বাস হচ্ছে না!! তাহলে এখনই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি হাতে নিন,
প্রথমে গুগল প্লেস্টোরে যান,
তারপর প্লে-স্টোর থেকে মেজিক অ্যাপসটি ডাওনলোড করে ইস্টল করুন।
অতঃপর, আপনার ত্বকে যেখানে সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যার ছবি তুলুন অ্যাপসটির মাধ্যমে।
কিছুক্ষন অপেক্ষা করুন, তারপর দেখবেন আসল মাজা! অ্যাপসটি তার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আপনার ত্বকের সমস্যা জানিয়ে দিবে, সঙ্গে পাবেন কী করলে এই সমস্যা থেকে মুক্তিপাবেন, তার প্রথমিক ধারণা।

ম্যাজিক বা যাদুর মত কাজ করা এই অ্যাপসটির উদ্ভাবক হচ্ছেন, সিঙ্গাপুরের সরকারী হাসপাতালের তরুণ ডাক্তার রেইড। তার এই বিনামূল্যের অ্যাপসটি ব্যবহারের জন্য,  বাংলাদেশের মানুষদের উদ্ভোদ্ধ করতে তিনি ও তার স্ত্রী বাংলাদেশে এসেছিলেন। গত সিডেম্বরের ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই দম্পতি বাংলাদেশে অবস্থান করেন। রেইড আমাদেরসময়.কমকে বলেন, আমার একমাত্র ধ্যান ও জ্ঞান, পৃথিবীর সকল মানুষ যেন বিনামূল্যে ও সহজে চিকিৎসা সেবা পায়, সেখানে একটু হলেও অবদান রাখা। আমার এই ছোট্ট প্রয়াসটি যদি মানবসেবায় সামান্য অবদান রাখে, তাহলেই আমি খুশি ও আনন্দিত হবো।

সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে ডাওনলোড করা যাবে। তাহলে আর দেরী কেন? এখনই ডাওনলোড করুন, আর জেনে নিন আপনার ত্বকের আসল সমস্যা।

এখান থেকে ডাওনলোড করুন:

 

 

https://goo.gl/bkiip3

https://www.facebook.com/medgic.co/videos/799549847103671/

 

 

 

পাঠকের মতামত

Comments are closed.