199965

কেন চুপ থাকি ?

আফসানা কিশোর : বিবেক বিক্রি করে দিয়েছি ? ক্লান্ত হয়ে গেছি ? নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি? চুপ করে থাকি আসলে বিরক্তিতে।

* এই যে ছোট বাচ্চাগুলাকে ধর্ষণ করতে না পেরে মেরে ফেললো ডেমরাতে তাতে কী আমার বুক কাঁপেনি? কেঁপেছে। আমার আসলে জানা নেই কী করলে পাঁচ বছরের বাচ্চাকে ধর্ষণের হাত থেকে বাঁচানো যাবে। ইয়াবা ইয়াবা ইয়াবা! সারাক্ষণ শুনি। কী করলে ইয়াবা খাওয়া বন্ধ করা যাবে? আমার জানা নেই। আমি একটা জিনিস জানি, অনেক কাজ থাকলে মানুষ ব্যস্ত থাকলে নেশা করার আর সময় পাবে না। এই যে যেমন আমরা ঘুমানোর সময় পর্যন্ত পাই না। সেখানে ইয়াবা খাবো কখন ?

এই যে শ্রমিকরা রাস্তায় তা নিয়ে কী আমি ভাবি না? ভাবি। পুঁজিবাদী বিশ্বে শ্রমিক শোষণ হবেই, আমাকেও শোষণ করা হচ্ছে, যেখানে কাজ করি সেখানকার মেশিন গাড়ি পুড়িয়ে দিলে কী আমার শোষণ থেমে যাবে! ধুর, আমি নিজে একটা যা তা। অন্যের আন্দোলনকেও তাই এমন খাটো করে দেখছি।

এই যে সবাই কোথাকার কোন বুড়াভাম মেয়েরা কদ্দুর পড়বে না পড়বে বলছে তারে নিয়া নাচতেছে, আমি তা নিয়াও কিছু বলি না। কারণ এসব ঢ্যামনাকে আমি *টকির *ল দিয়াও পুছি না। তো ফ্রেন্ডস আমার বিবেক কোথায় আছে, কেমন আছে কী বোঝা গেছে? ফেসবুক থেকে, আমাদেরসময়.কম

পাঠকের মতামত

Comments are closed.