200016

ডিপ ফ্রিজে বসবাস : পৃথিবীর সবচেয়ে শীতল শহর (ভিডিও)

শীতে জবুথবু হওয়া কাকে বলে, তা বোধ হয় সবচেয়ে ভালো জানেন এই শহরের বাসিন্দারা। বছরের দু’শ ৮০ দিনই বরফ পড়ে সেখানে। জানুয়ারির শেষের দিকে খানিকটা হলেও রোদের আভাস মেলে।

পৃথিবীর অন্যতম শীতল শহর রাশিয়ার রাজধানী মস্কো থেকে এক হাজার আটশ মাইল দূরে অবস্থিত নোরিলস্ক। বছরে ৯ মাসই সেখানে বরফ পড়ে।

বিমানে ছাড়া আর কোনোভাবেই সেই শহরে পৌঁছানো যায় না। মোটামুটিভাবে হিমাঙ্কের চেয়ে ৬২ ডিগ্রি নিচেই থাকে তাপমাত্রা।

 

 

নোরিলস্ক সুমেরু বৃত্তে অবস্থিত একটি শহর। ১৯৩৫ সাল নাগাদ এই শহরের পত্তন হয়। প্রায় এক লাখ ৭০ হাজার বাসিন্দা সেখানে রয়েছেন।

গ্রীষ্মকালীন তাপমাত্রা থাকে প্রায় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাশিয়ার অন্যতম বড় শিল্প শহর এটি। বছরে কিছু পর্যটকও সেখানে ঘুরতে যান।

শহরের প্রতিটি বাড়ির দেওয়াল মারাত্মক ঠান্ডা হাওয়ার কাঁপুনি থেকে বাঁচাতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। আর সেখানকার মাটি কঠিন বরফে আবৃত থাকে বলে জানা গেছে

পাঠকের মতামত

Comments are closed.