204805

আপনার উচ্চতা বলে দিবে বিপদ কেমন !

অনলাইন সংস্করণঃ- আপনার উচ্চতা কি কম নাকি বেশি? কেননা এর ওপর নির্ভর করছে আসন্ন বিপদগুলো। সম্প্রতি এমনই এক বিচিত্র দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল ইন আটলান্টা তাদের এক সমীক্ষায় জানিয়েছে, লম্বা মানুষদের তুলনায় বেঁটে মানুষ বেশি মাত্রায় রেগে যান। এই রাগ থেকে দেখা দিতে পারে হরেক বিপদ।

১৮-৫০ বছর বয়সি ৬০০ মানুষের উপরে সমীক্ষা চালিয়ে গবেষকরা দেখেছেন, নারীদের তুলনায় বেঁটে পুরুষরা বেশি রাগ করেন। রিপোর্টে আরও দেখা গেছে, লম্বা মানুষের উপস্থিতি বা তার সঙ্গে তুলনা বেঁটে মানুষদের ক্রোধকে বাড়িয়ে দেয়। রাগ এখানে একটা প্রতিরক্ষার অস্ত্র হিসেবে কাজ করে।

কিছু দিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল একই বিষয়ে কাজ করেছিল এবং এই সমস্যাকে তারা ‘শর্ট ম্যান সিনড্রোম’ বলে উল্লেখ করেছিল। মনে রাখা প্রয়োজন, ইতিহাসের দুই রাগী পুরুষ— নেপোলিয়ন ও হিটলার, দুজনেই ছিলেন বেঁটে এবং তাঁদের অতিরিক্ত রাগারাগি মোটেও ভালো ফল দেয়নি।

শর্ট ম্যান সিনড্রোম থেকে উচ্চ রক্তচাপ-জনিত রোগ বাসা বাঁধতে পারে শরীরে। আর বেশি রেগে থাকলে সামাজিক সমস্যা তো ঘটতেই পারে। কিন্তু এই সমীক্ষার সমালোচনা করেছেন অনেক বিশেষজ্ঞ। তাদের মতে, মাত্র ৬০০ লোকের উদাহরণ নিয়ে কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয়।

সূত্র আমাদেরসময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.