215755

ঝড়ো বৃষ্টির সময় যে দোয়া পড়বেন

অনলাইন সংস্করণঃ- প্রাকৃতিক দুর্যোগসহ নানা সমস্যায় প্রতিটি মুসলমান আল্লাহ তায়ালার কাছে আশ্রয় প্রার্থনা করে। এজন্য তারা বিভিন্ন দোয়া দরুদ পড়ে থাকেন। কেননা আল্লাহ তায়ালা হলেন মানুষের সর্বশ্রেষ্ঠ আশ্রয়দাতা। ঝড়ো বৃষ্টির সময় অনেকে ভয়ে চিৎকার শুরু করেন। কিন্তু সে সময় শান্ত থেকে দোয়া পড়া উচিত। বৃষ্টিসহ সব প্রাকৃতিক দুর্যোগে যে সব দোয়া পড়বেন তার কয়েকটি তুলে ধরা হলো-

বৃষ্টি হলে যে দোয়া পড়বেন– উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন সারির মা ফিহি’। অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই, এ মেঘের মধ্যে যে অনিষ্ট রয়েছে তার থেকে। (বুখারি)

মেঘের গর্জনের সময় যে দোয়া পড়তে হয়- হজরত আব্দুল্লাহ ইবন যুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মেঘের গর্জন শুনতেন তখন কথা বলা বন্ধ করে দিতেন এবং কুরআন মাজিদের এই আয়াত তিলাওয়াত করতেন- (উচ্চারণ) ‘সুবহানাল্লাজি ইউসাব্বিহুর রা`দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি।’ (মুয়াত্তা)

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.