230723

দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী

ডেস্ক রিপোর্ট: সপ্তদশ লোকসভার প্রথম পর্যায়ের অধিবেশন শুরু হবে সম্ভবত আগামী ৬ জুন। চলবে ১৫ জুন পর্যন্ত। এবারের প্রথম সংসদীয় অধিবেশনের চূড়ান্ত তারিখ ঠিক হবে ৩১ মে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে। তার ঠিক আগের দিনই দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এনডিটিভি

অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদের দুই কক্ষের যুগ্ম সিটিং পরিচালনা করবেন। একজন প্রো-টাইম স্পিকারকেও নিযুক্ত করা হবে সেই দিনই। সমস্ত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনা করবেন সেই প্রো-টাইম স্পিকারই। সূত্র অনুযায়ী, ১০ জুন নতুন স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার নির্বাচনের পরে দুই কক্ষই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। মোদী তাঁর বক্তৃতায় এর উত্তর দেবেন।

সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাষ্ট্রপতি ভবনে আগামি বৃহস্পতিবার ৩০ মে সন্ধ্যা ৭টায় একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোদী ও পরিষদের অন্যান্য সদস্যদের শপথগ্রহণ করাবেন। নরেন্দ্র মোদী প্রথম বিজেপি নেতা হিসেবে দ্বিতীয় বারের জন্য প্রধামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন তিন কংগ্রেস নেতা বা নেত্রী। তাঁরা হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিংহ। তবে নতুন মন্ত্রী কারা হচ্ছেন সে ব্যাপারে গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.