230871

মাদকসেবীদের সরাইখানা হলো শ্রীপুর রেল স্টেশনের ফুট ওভারব্রিজ

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে সাধারণ পথচারীরা ফুট ওভারব্রিজ ব্যবহার না করায় নির্মানের ৩ বছরেই ফুট ওভারব্রিজটি ভবঘুরে ও মাদকসেবীদের সরাইখানায় পরিণত হয়েছে। আর স্থানীয়দের অভিযোগ এই ফুট ওভারব্রিজ সম্পূর্ণ অপরিকল্পিতভাবে নির্মাণ করায় তা ব্যবহারে পথচারীরা ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন না।

রেলওয়ে বিভাগ ও স্থানীয়দের তথ্যমতে, জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন এই শ্রীপুর। এই স্টেশনের শুরুর সীমানায় রেল লাইন অতিক্রম করে গেছে শ্রীপুর-কাপাসিয়া সড়ক। রেল আসা যাওয়ার সময় যানজটের ভোগান্তির কথা বিবেচনা করে রেল স্টেশন কর্তৃপক্ষ এই সড়কের রেল লাইনের উপর একটি উড়াল সড়ক নির্মাণের আবেদন করেন। কিন্তু রেল বিভাগ উড়াল সড়ক নির্মাণ না করে বিগত ২০১৬ সালে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করেন। ফুটওভারব্রিজ ঘিরে প্রতিনিয়ত রেল স্টেশন আঙিনায় অপরাধীদের আনাগোনা থাকায় প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাইয়ের মত নানা ধরনের অপরাধ। স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আজিজুল হকের ভাষ্যমতে এই ফুট ওভারব্রিজটির কোনো ধরনের প্রয়োজনিয়তা এখানে ছিলো না।

শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, এই স্থানে একটি উড়াল সড়কের প্রয়োজনিয়তা রয়েছে। স্টেশনের আশপাশের নিরাপত্তা দেয়ার মতো আমাদের রেল পুলিশের ব্যবস্থা নেই। তবে ঊর্ধ্ব ন কর্তৃপক্ষকে এ বিষয়টি অবহিত করা হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, যদিও বিষয়টি রেল পুলিশের দেখার কথা, তবে রেল স্টেশন এলাকায় যদি কোন মাদকসেবী বা ব্যবসায়ী থেকে থাকে তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

Comments are closed.