231197

বিশ্বকাপ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে উপায়?

অনলাইন সংস্করণঃ- ইংল্যান্ডে শুরু হয়েছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে বৃষ্টি বাঁধা দিয়েছে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচে, সম্ভাবনা আছে মূল পর্বের বেশ কিছু ম্যাচ ভেসে যাওয়ারও। বৃষ্টিতে ভেসে গেলে সেগুলোর ফলাফল কী হবে? রিজার্ভ ডে-ই বা থাকছে কোন কোন ম্যাচে?

এবার গ্রুপ পর্বের কোনো ম্যাচে রিজার্ভ ডে থাকছেনা। শুধুমাত্র দুটি সেমিফাইনাল ও ফাইনালে থাকছে অতিরিক্ত রিজার্ভ ডে। সেমিফাইনাল ও ফাইনালে নির্ধারিত দিনে খেলা বৃষ্টির জন্য পণ্ড হলে যেখানে থেমেছিল রিজার্ভ ডেতে সেখান থেকেই খেলা শুরু হবে। রিজার্ভ ডেতে নতুন করে খেলা শুরুর নিয়ম নেই।

গ্রুপ পর্বের ম্যাচগুলোয় রিজার্ভ ডে না থাকলেও অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে খেলা শেষ করার জন্য। খেলা শেষের নির্ধারিত সময়ের থেকে ৭৫ মিনিট বেশি পর্যন্ত খেলা চলতে পারবে। এবং ম্যাচ রেফারি চাইলে কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে আরো ৬০ মিনিট পর্যন্ত খেলা চালাতে পারবেন। উভয় দলেরই অন্তত ২০ ওভার ব্যাট করতে হবে ফলাফলের জন্য। যদি সেটি সম্ভব না হয় তাহলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হবে এবং উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে নেবে।

প্রশ্ন থেকে যাচ্ছে, নক-আউট পর্বের ম্যাচগুলোর রিজার্ভ ডেও যদি বৃষ্টিতে ভেসে যায় সেক্ষেত্রে কী হবে? সেমিফাইনালের রিজার্ভ ডে বৃষ্টিতে ভেসে গেলে দুই দলের যে দল গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় এগিয়ে ছিল তারা ফাইনালে যাবে। আর ফাইনাল যদি রিজার্ভ ডে-তেও সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে দুই দলই ট্রফি ভাগ করে নেবে। আবহাওয়ার পুর্বাভাস দেখে ধারণা করা হচ্ছে বৃষ্টি এবার দারুন ভোগাবে, এর গ্যাঁড়াকলে কে পড়ে সেটিই এখন দেখার বিষয়!

 

সূত্র কেলেরকণ্ঠঃ

পাঠকের মতামত

Comments are closed.