231727

ভারতে হিন্দী বাধ্যতামূলক অষ্টম শ্রেণি পর্যন্ত ! এ নিয়ে বিতর্ক

ডেস্ক রিপোর্ট : দুই দিন আগেই শপথ নিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। দপ্তর বণ্টনের পর মানবসম্পদ উন্নয়ন মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক। তাঁর ডেপুটি সঞ্জয় শ্যামরাও ধোতারে। শুক্রবার দায়িত্ব গ্রহণের পর তাদের কাছে খসড়া শিক্ষানীতি উপস্থাপন করেন।

জাতীয় অ্যাডুকেশন পলিসি-র চেয়ারম্যান তথা ইসরোর প্রাক্তন প্রধান ড. কৃষ্ণস্বামী কস্তুরেরঙ। মোটামুটি ১৯ টি গুরুত্বপূর্ণ বদল সুপারিশ করেছে খসড়া কমিটি। সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক শেখার কথ বলা হয়। কিন্তু তারপর হিন্দী চাপিয়ে দেবার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ শুরু হয়। তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য।

পাঠকের মতামত

Comments are closed.