231904

ধ্বংস হবে তারা আল্লাহ ও রাসূল (সা.) এর ওপর মিথ্যা আরোপকারী

ডেস্ক রিপোর্ট : হজরত হাসান বসরি (রহ.) বলেন, ‘আল্লাহ ও তাঁর রাসূলের ওপর মিথ্যা আরোপকারী হচ্ছে তারা, যারা বলে আমরা ইচ্ছা করলে অমুক কাজ করতে পারি আবার নাও করতে পারি। এতে আমাদের কোনো শাস্তি হবে না।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন,

وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُواْ عَلَى اللَّهِ وُجُوهُهُم مُّسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ

‘যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কেয়ামতের দিন আপনি তাদের মুখ কাল দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কী? (সূরা যুমার-৬০)

আল্লামা জাওযী স্বীয় তাফসীরে বলেন, ‘আলেমদের একটি দলের অভিমত এই যে, আল্লাহ ও আল্লাহর রাসূলের ওপর মিথ্যা অপবাদ আরোপ করলে মানুষ পুরোপুরি কাফের এবং ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অনুরুপভাবে আল্লাহর হারাম করা জিনিসকে হালাল এবং হালাল জিনিসকে হারাম মনে সাব্যস্ত করা নির্জলা কুফরি কাজ।

রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি স্বেচ্ছায় আমার প্রতি মিথ্যা আরোপ করে, তার জন্য জাহান্নামে একটি ঘর তৈরি করা হয়।’ (বূখারি ও মুসলিম)

রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার কোনো মিথ্যা হাদিস বর্ণনা করে অথচ সে জানে যে, হাদিসটা মিথ্যা, সে একজন মিথ্যুক। (মুসলিম)

রাসূল (সা.) বলেন, ‘আমার প্রতি মিথ্যারোপ, অন্যদের প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন জাহান্নামে তার স্থান ঠিক করে নেয়।’ (মুসলিম)

রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার উক্তি বলে কোনো কথা প্রচার করে অথচ সে কথাটা আমার নয়, সে যেন জাহান্নামে নিজের স্থান বানিয়ে নেয়।’

রাসূল (সা.) আরো বলেন, ‘মুমিনের চরিত্রে যত দোষই থাকুক না কেন, মিথ্যাচার, আমানতের খিয়ানত এবং অন্যের গচ্ছিত সম্পদ আত্মসাৎ তার মধ্যে থাকতে পারে না।

পাঠকের মতামত

Comments are closed.