231895

যেসব কোম্পানি নারী কর্মীদের খাটো স্কার্ট পরতে টাকা দেয়

ডেস্ক রিপোর্ট : কাজের ক্ষেত্রে স্কার্ট পরেই আসুক নারী কর্মীরা – এজন্য নারী কর্মীদের বোনাস হিসেবে নগদ টাকা অফার করছে রাশিয়ার একটি কোম্পানি। রীতিমত তোপের মুখে পড়েছে কোম্পানিটি, কারণ তারা তাদের নারী কর্মীদের স্কার্ট পড়ে কর্মস্থলে উৎসাহিত করার চেষ্টা করছে।

কোম্পানিটি বলছে যেসব নারী কর্মী স্কার্ট পরবে তাদের তারা নিয়মিত বেতনের বাইরে একশ রুবল বা দেড় মার্কিন ডলার করে অতিরিক্ত অর্থ দেবে। স্কার্ট বলতে এখানে হাঁটু থেকে ৫ সেন্টিমিটারের বেশী বড় নয়, এমন পোশাকের কথা বলছে তারা।

আর বোনাস পেতে অফিসে এসে নিজের একটি ছবি তুলে পাঠাতে হবে কোম্পানিকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ একে নারীদের বাজে ভাবে উপস্থাপনের অভিযোগ করছেন। সুপরিচিত নারীবাদী ব্লগার ও সাংবাদিক জ্যালিনা মারশেঙ্কুলভাও এনিয়ে কথা বলেছেন।

তবে সেক্সিজমের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওই কোম্পানি, যারা ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক ও ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের মালামাল সরবরাহের কাজ পেয়েছিলো।

রাশিয়ায় টুইটার খুব একটা প্রভাব বিস্তার করেনা। তারপরেও অনেকেই টুইটারে এর সমালোচনা করছেন।একজন লিখেছেন, খাটো স্কার্ট পরার জন্য একশ রুবল বোনাস পেতে যিনি আসবেন তিনি পুরুষ নিয়ন্ত্রিত টিমকে উজ্জ্বল করবেন। সূত্র: বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.