233443

পশুদের প্রতি নিষ্ঠুরতা রুখতে থ্রিডি সার্কাস (ভিডিও)

অনলাইন সংস্করণঃ- সার্কাস মানেই মানুষের সঙ্গে পশুদের রকমারি খেলা। কিন্তু অনেক সময়েই পশুদের দিয়ে সেই খেলা দেখানো তাদের প্রতি অত্যাচারের সামিল হয়ে দাঁড়ায়।

তাই নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এবং মেক্সিকোর মতো একাধিক দেশ সার্কাসে পশুদের দিয়ে খেলা দেখানো বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতে যেন সার্কাসের সমস্ত মজাই মাটি।

এই অবস্থায় সবথেকে অভিনব পদক্ষেপ নিয়েছে জার্মানির সুপ্রাচীন সার্কাস রনকল্লি। পশুদের ব্যবহার না করে সংস্থাটি পশুদের থ্রিডি হলোগ্রাম ব্যবহার করা শুরু করেছে সম্প্রতি। এই থ্রিডি হলোগ্রামের সাহায্যে পশুরাই যেন জ্যান্ত হয়ে দাপাচ্ছে সার্কাসের তাঁবু।

পৃথিবীর ইতিহাসে সার্কাস রনকল্লিই প্রথম যে পশুদের হলোগ্রাম ব্যবহার করে থ্রিডি প্রজেকশনে সার্কাসে এই নতুন ধারা চালু করল। এর জন্য সংস্থাটি সাহায্য নিয়েছে ব্লু বক্স আর অপটোমা’র।

সার্কাসে থ্রিডি হলোগ্রাম ব্যবহারের এই অভিনব পদক্ষেপ প্রমাণ করেছে শুধু সামনে বসে নয়, অনলাইনেও সার্কাসের সেই স্বাদ আনা সম্ভব। এই পদক্ষেপের জন্য ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত সার্কাস রনকল্লি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সবার মতে, যুগের সঙ্গে সমানে নিজেকে বদলেছে রনকল্লি। এখন যখন বিশ্বজুড়ে খেলায় পশুদের ব্যবহার নিষিদ্ধ করার অনুরোধ জানাচ্ছে সেখানে রনকল্লির এই পদক্ষেপ এক যুগান্তকারী ইতিহাস তৈরি করল। এর আগে কেউ সার্কাসে এভাবে থ্রিডি ব্যবহার করেনি।

দেখুন সেই ভিডিও-

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.