237605

ব্রিটেনের নার্সারি স্কুলগুলোতে ‘নটি’ বা দুষ্টু শব্দ ব্যবহার নিষিদ্ধের চিন্তাভাবনা

রিবাতুল ইসলাম : বাচ্চাদের এধরনেন ‘নটি’ বা দুষ্টু বলে অভিহিত করলে তারা একটি বিশেষ শ্রেণির হিসেবে গণ্য হয়। এবং এটি তার খারাপ ব্যবহারকে আরো উস্কে দেয়। শিশুরা আরো উত্তেজিত হয়ে উঠতে পারে। এজন্যে নার্সারি স্কুলের শিক্ষক ছাড়াও কর্মচারিদের এমন আচরণ করতে বারণ করা হয়েছে যাতে শিশুরা এধরনের দুষ্টু আচরণ না করে। কোনো বাচ্চাকে অন্য বাচ্চাদের সামনে ‘নটি’ বললেও সে বিশেষ ধরনের বলে পরিগণিত হতে পারে যা তার বিকাশের জন্যে মারাত্মক সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। অন্তত ১০টি নার্সারি বাচ্চাদের ‘নটি’ বলে শাসন না করার সিদ্ধান্ত নিয়েছে।

বরং শিক্ষক ও কর্মচারিদের বাচ্চাদের সঙ্গে ইতিবাচক মনোভাব দেখিয়ে ধৈর্যের সাথে সদাচারণ করতে বলা হয়েছে। বাচ্চাদের কাছে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে বলতে বলা হয়েছে কেন তাদের আচরণ শোভন নয় এতে ভবিষ্যতে তাদের কি ক্ষতি হতে পারে। তবে এসব উপদেশ পুরোনো ধাঁচের শিক্ষকরা গ্রহণ করতে চাচ্ছেন না। ব্রিটেনের ক্যাম্পেন ফর দি রিয়াল এডুকেশনের ক্রিস ম্যাকগভার্ন বলেন, যারা শিশুদের ‘নটি’ বলতে চায় না তা তাদের নিজের ওপর প্রয়োগ করে দেখতে পারেন। কারণ বাচ্চাদের অবশ্যই তাদের আচরণ যে ভুল তা প্রমাণের জন্যেও ‘নটি’ শব্দটির প্রয়োগ ও ব্যবহার এমনকি এ শব্দটির বৈশিষ্ট সম্পর্কে ওয়াকিবহাল করাও প্রয়োজন এবং শিক্ষারই অংশ। কিন্তু এদের সমালোচনা করে আরেক দল বলছেন, ‘নটি’ শব্দটি বরং বাচ্চাদের উস্কে দেয় এবং তাদের ভুল বার্তা দিয়ে থাকে।

ডেনার্সারিস ডট সিও ডট ইউকে এডিটর সুই লার্নার বলেন, বাচ্চাদের এধরনের সম্বোধন তাদের আরো স্ববিরোধী ও খারাপ আচরণের দিতে পরিচালিত করতে পারে।

পাঠকের মতামত

Comments are closed.