238348

অগ্নিদগ্ধ কলেজছাত্রী সানজিদা সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে

ডেস্ক রিপোর্ট : নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তিন ছাত্রী স্থানীয় জ্যোতি ছাত্রী নিবাসে কেরোসিন চুলা বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ সানজিদা ইয়াসমিন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা গেছে।নিহত সানজিদা ইয়াসমিন নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বিলশা গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে।

লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সেক্রেটারী ইছাহাক আলী এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চুলার আগুনে তার শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে যায়। সানজিদার লাশ এলাকায় পৌঁছানোর পর জানাজা নামাজ ও দাফন কাজ সম্পন্ন করা হবে।

সানজিদার বাবা কৃষক সাহাবুল ইসলাম তার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। তিনি স্বপ্ন দেখতেন তার মেয়ে একদিন সরকারের বড় কর্মকর্তা হবে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে সে চলেই গেল পৃথিবী ছেড়ে। মঙ্গলবার সকালে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজে এ খবর পৌঁছলে ছাত্র-ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুজ্জোহা বলেন, সানজিদার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এই মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তিনি বলেন যারা কলেজ হোস্টেলের বাহিরে মেসে থাকে তাদের খবর সব সময় নেওয়া সম্ভব হয় না। মেয়েদের কলেজ হোস্টেলে থাকতে বলা হয়েছিল। তাদের জন্য আসনও বরাদ্দ করা হয়। কিন্ত তারা গিয়ে কোন একটি মেসে ওঠে। এ ঘটনায় দগ্ধ শামীমা তার প্রতিবেশী। তার অবস্থাও সংকটাপন্ন। তিনিও ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। শামীমার সুস্থতা কামনা সহ সানজিদার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৭ জুন সকালে নাটোর শহরের বড়গাছা এলাকায় আবুল কাশেমের মালিকানাধীন জ্যোতি ছাত্রী নিবাসে অন্য দুই সহপাঠি শামিমা ও ফাতেমাতুজ্জোহার সাথে কেরোসিনের চুলায় রান্না করছিলেন সানজিদা ইয়াসমিন। এসময় হঠাৎ চুলাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই তিন ছাত্রী একই সাথে দগ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হলে সানজিদা ও শামিমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সানজিদাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত সেখানেই সানজিদার মৃত্যু হয়।

পাঠকের মতামত

Comments are closed.